পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শারীরিক প্রতিবন্ধকতা ভুলে বিশেষভাবে সক্ষমদের পাশে এঁরা - বিশেষভাবে সক্ষম

করোনার সংকটের সময়ে কর্মহীন পরিবারের বিশেষভাবে সক্ষমদের দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিলেন আরও একদল বিশেষভাবে সক্ষম মানুষ ৷

specially abled people distributes food to poor specially abled persons
শারীরিক প্রতিবন্ধকতা ভুলে বিশেষভাবে সক্ষমদের পাশে এঁরা

By

Published : Jun 2, 2021, 7:51 PM IST

শান্তিপুর, 2 জুন : নিজেদের প্রতিবন্ধকতা নিয়েই সংগৃহীত চাল, আলু বিশেষভাবে সক্ষম প্রান্তিক পরিবারগুলির হাতে তুলে দিলেন বিশেষভাবে সক্ষম মানুষেরা । শান্তিপুর বিধানসভার বিশেষভাবে সক্ষমদের সহযোগিতায় গড়ে তোলা সংগঠন, ভাতা, অনুদান, শিক্ষা, জীবিকা, সহায়ক সরঞ্জাম দিয়ে নানা সহযোগিতা করে থাকে । শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সামাজিক দায়িত্ব পূরণেও সাধারণের থেকে কোনও অংশে পিছিয়ে নেই তাঁরা ।

তাঁদের সংগঠনেরই বিত্তবান কিছু মানুষের সহযোগিতা সংগ্রহ করে তা তুলে দিচ্ছেন বিশেষভাবে সক্ষম প্রান্তিক পরিবারের হাতে । এর আগেও করোনার প্রথম ঢেউ সামলাতে তাঁরা নেমেছিলেন রাস্তায় । দ্বিতীয় ঢেউতেও শান্তিপুর বিধানসভার 6টি অঞ্চলে কর্মহীন বেশকিছু মানুষকে চাল, আলু, সোয়াবিন, বিস্কুট, মুড়ি, কাঁচা সবজি দিয়ে সহযোগিতা করেছেন তাঁরা ।

আরও পড়ুন :বয়ান তৈরি, আলাপনের শোকজে কেন্দ্রকে জোড়া জবাব দিচ্ছে রাজ্য

পাশে আছেন বিশেষভাবে সক্ষমরা

এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি সুজন দত্ত জানান, "আজ পঞ্চম সপ্তাহ হিসাবে আমরা এসেছি শান্তিপুর ব্লকের হরিপুর হাইস্কুলের সামনে । এরপর এক সপ্তাহ ধরে আমাদের ছেলেরা আরও কিছু সংগ্রহ করার পর বাকি দুটি অঞ্চলে এ ভাবেই সহযোগিতা তুলে দেব কর্মহীন পরিবারের বিশেষভাবে সক্ষম মানুষদের হাতে ।"

ABOUT THE AUTHOR

...view details