শান্তিপুর, 13 মার্চ:মায়ের সঙ্গে এক হোটেল ব্যবসায়ীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে (son stabs mother's lover)! বাবা মারা যাওয়ার পর তাঁরা নাকি বিয়ের তোড়জোড়ও শুরু করেছিলেন ! এই কথা জানতে পেরেই মায়ের প্রেমিককে এলোপাথাড়ি কুপিয়েছে ছেলে ৷ এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরের বইগাছি পাড়ায় (Nadia news)৷
সূত্রের খবর, আর পাঁচ দিনের মতই নিজের হোটেল থেকে মোটরসাইকেলে চেপে বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী কল্যাণ গুহ ৷ পথের মাঝেই ওই এলাকার যুবক সায়ন্তন সাহা হঠাৎ তাঁকে দাঁড় করিয়ে, ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে । এরপর ওই এলাকা থেকে পালিয়ে যায় সায়ন্তন ৷ রক্তাক্ত অবস্থায় হোটেল ব্যবসায়ীকে শান্তিপুর (Santipur attack) হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথায় এবং হাতে মিলিয়ে মোট 18টি সেলাই পড়েছে ।
আরও পড়ুন:Malda Murder Case : সাংসারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুনে করে পলাতক স্বামী