পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

son stabs mother's lover: মায়ের বিয়ে রুখতে নদিয়ায় তাঁর প্রেমিককে কোপাল ছেলে

মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক (Santipur attack) ও তাঁর বিয়ে রুখতে মায়ের প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে কোপাল ছেলে (son stabs mother's lover)। নদিয়ার শান্তিপুরের ঘটনা (Nadia news)৷

son stabs mother's lover at Nadia
মায়ের বিয়ে রুখতে নদিয়ায় তাঁর প্রেমিককে কোপাল ছেলে

By

Published : Mar 13, 2022, 5:26 PM IST

শান্তিপুর, 13 মার্চ:মায়ের সঙ্গে এক হোটেল ব্যবসায়ীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে (son stabs mother's lover)! বাবা মারা যাওয়ার পর তাঁরা নাকি বিয়ের তোড়জোড়ও শুরু করেছিলেন ! এই কথা জানতে পেরেই মায়ের প্রেমিককে এলোপাথাড়ি কুপিয়েছে ছেলে ৷ এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরের বইগাছি পাড়ায় (Nadia news)৷

সূত্রের খবর, আর পাঁচ দিনের মতই নিজের হোটেল থেকে মোটরসাইকেলে চেপে বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী কল্যাণ গুহ ৷ পথের মাঝেই ওই এলাকার যুবক সায়ন্তন সাহা হঠাৎ তাঁকে দাঁড় করিয়ে, ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে । এরপর ওই এলাকা থেকে পালিয়ে যায় সায়ন্তন ৷ রক্তাক্ত অবস্থায় হোটেল ব্যবসায়ীকে শান্তিপুর (Santipur attack) হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথায় এবং হাতে মিলিয়ে মোট 18টি সেলাই পড়েছে ।

আরও পড়ুন:Malda Murder Case : সাংসারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুনে করে পলাতক স্বামী

এ বিষয়ে কল্যাণ গুহর স্ত্রী তুলি গুহর অভিযোগ, পাড়ার মিঠু সাহা নামে এক গৃহবধূর সঙ্গে দীর্ঘ 13 বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁর স্বামীর । কিছুদিন আগে মিঠুর স্বামীর মৃত্যু হওয়ায় সেই সম্পর্ক আরও প্রকট হয় ৷ দু‘জনে বিয়েরও প্রস্তুতি নিতে শুরু করেন ৷ মায়ের পরকীয়া সম্পর্ক মেনে নিতে পারেনি তাঁর ছেলে ৷ মায়ের বিয়ে আটকাতে উত্তেজনার বশে সে কুপিয়ে খুন করার চেষ্টা করে মায়ের প্রেমিককে ৷

তুলির কথায়, তাঁর দুই সন্তানের মতো সায়ন্তনও পথে-ঘাটে অপমানিত হয় এই সম্পর্কের জন্য । তবে তারও শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্তের স্ত্রী । এ বিষয়ে মিঠু সাহা জানান, তাঁর ছেলে যা করেছে, তার নিশ্চয়ই শাস্তি হবে । তাঁর সঙ্গে হোটেল ব্যবসায়ীর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে মিঠু বলেন, ‘‘এ ধরনের ঘটনা এখন সর্বত্রই হচ্ছে ।’’

আরও পড়ুন:Wife Kill Husband: সম্পের্কর টানাপোড়েন, স্বামীকে খুন স্ত্রী'র

ABOUT THE AUTHOR

...view details