হরিণঘাটা, 14 মে : খুশির ইদের দিনেই মর্মান্তিক ঘটনা ৷ পারিবারিক অশান্তির জেরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল ছেলে । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটায় ।
সূত্রের খবর, হরিণঘাটা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় চাষি খোকন মণ্ডল (55) শুক্রবার সকালে তার বড় ছেলে ইমান আলি মণ্ডলকে নিয়ে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যান । অভিযোগ , নামাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় পারিবারিক বিষয় নিয়ে বচসা শুরু হয় বাবা ও ছেলের । সেই বচসা চলাকালীনই হঠাৎ ইমান তার বাবা খোকনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ।