রানাঘাট, 6 জুন : "এমন কোনও দিন আসবে যেদিন কোর্টে আপনাকে যেতে হবে । জজ সাহেবের সামনে গিয়ে বলতে হবে, মহামান্য আদালত আমাকে একটু অনুমতি দিন, আমি জয়শ্রীরাম বলব ।" রানাঘাটে দলীয় সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
জয়শ্রীরাম ইশুতে সরগরম রাজ্য-রাজনীতি । চন্দ্রকোনা, জগদ্দল, নৈহাটি । এই ধ্বনি শুনে বারবার মেজাজ হারাতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । এরপরই একে রাজনৈতিক ইশু করে পথে নামে BJP । সম্প্রতি তৃণমূল সুপ্রিমোর বাড়ির ঠিকানায় জয়শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠান ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । পালটা পদক্ষেপ নেয় তৃণমূলও । প্রধানমন্ত্রীর ঠিকানায় 'জয় হিন্দ', 'বন্দেমাতরম', 'জয় বাংলা' লেখা পোস্টকার্ড পাঠায় রাজ্যের শাসকদল ।
এই সংক্রান্ত খবর :"জয়শ্রীরাম"-এ 'রাগ' মমতার !