কৃষ্ণনগর, 1 অগস্ট: একাধিক পরিবারের সদস্যদের মারধর করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । টানা আটদিন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন বেশ কয়েকটি পরিবার । পুলিশে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় অবশেষে আদালতের দ্বারস্থ হলেন এলাকাবাসীরা । নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।
সূত্রের খবর, আটদিন আগে দিগনগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হাতিশালা গ্রামের একাধিক পরিবারের সদস্যকে মারধর এবং বলপূর্বক বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ ওঠে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সরজিৎ বিশ্বাসের বিরুদ্ধে । এরপরেই ওই এলাকার বাসিন্দারা কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন । কিন্তু 24 ঘণ্টা অতিক্রান্ত হলেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ । গ্রামবাসীদের দাবি, বর্ষাকালে সবসময় সাপ এবং পোকামাকড়ের আতঙ্ক থেকেই যায় । প্রতিটি পরিবারেই ছোট বাচ্চা রয়েছে ৷ তাই, খুব আতঙ্কের মধ্যে দিয়েই বসবাস করতে হচ্ছে তাঁদের । পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি । সেই কারণেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন ।