ফুলিয়া, 23 এপ্রিল : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 10 টি দোকান ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন ৷ প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী ৷ দোকানদারদের দাবি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তবে কোনও হতাহতের খবর মেলেনি ৷
রাত তখন 2.30 টা ৷ বিডিয়ো অফিস সংলগ্ন দোকানগুলি জ্বলছে আগুনে ৷ ঘটনাটি প্রথমে নজরে আসে স্থানীয়দের ৷ তারা খবর দেয় শান্তিপুর থানায় ও দমকলে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকল বাহিনী ও পুলিশ ৷ দমকলের 10 টি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ দমকল আসার আগে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগায় ৷ আগুন লাগার সঠিক কারণ এখনও সামনে না আসলেও প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিটের জেরে আগুন লাগে ৷