পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জমি বিবাদের জের ? গুলিতে জখম ব্যক্তি

কেন মারধর করা হয়েছে তা জানতে চাওয়ায় ঘরের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে মঙ্গলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায় প্রতাপ ৷ একটি গুলি লাগে মঙ্গলের শরীরে । তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ।

krishnanagar shootout
krishnanagar shootout

By

Published : Jun 15, 2020, 6:52 AM IST

কৃষ্ণনগর, 14 জুন : জমি সংক্রান্ত বিবাদের জের ? ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ অভিযুক্তের নাম প্রতাপ ঘোষ । ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর থানার দুর্গাপুর এলাকায়। জানা গিয়েছে,ভারতীয় সেনার প্রাক্তন জওয়ান প্রতাপ।

কৃষ্ণনগর থানার দুর্গাপুরের বাসিন্দা মঙ্গল ঘোষ। একই এলাকার বাসিন্দা প্রতাপ ৷ দীর্ঘদিন আগে বাড়ির পাশে মঙ্গল একটি জমি কিনেছিলেন। অভিযোগ ওই একই জমি প্রতাপও কিনেছে বলে দাবি করে সে। এনিয়ে দীর্ঘদিন ধরে প্রতাপ ও মঙ্গলের মধ্যে ভেতর ভেরত চলতে থাকে ঝামেলা ।

জানা গিয়েছে, রবিবার মঙ্গল যখন বাজারের দিকে যাচ্ছিলেন ঠিক তখনই পিছন থেকে ইচ্ছাকৃতভাবে বাইকে করে এসে প্রতাপ তাকে ধাক্কা মারে। প্রতিবাদ করলে প্রতাপ মাথা থেকে হেলমেট খুলে তা দিয়ে মঙ্গলকে আঘাত করে বলেও অভিযোগ। এরপর মঙ্গলকে মারধরের কারণ জানতে প্রতাপের বাড়ি যায় মঙ্গলের পরিবার ৷ তখনই প্রতাপ ঘরের ভিতর থেকে একটি পিস্তল বের করে মঙ্গলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায়। একটি গুলি লাগে মঙ্গলের হাতে । তড়িঘড়ি তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করে পরিবারের লোকেরা । বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।

অন্যদিকে এই খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কৃষ্ণনগর থানার পুলিশ। কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র এল ৷ তার কোনও বৈধ কাগজ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত করছে পুলিশ ৷ তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ৷ জমি বিবাদের জেরেই কি গুলি চালিয়েছিল প্রতাপ তাও তদন্ত করছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details