নদীয়া, 4 মার্চ: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে সদ্য দেশে ফিরেছেন নদীয়ার শান্তিপুরের সমীর বিশ্বাস । টানা পাঁচ দিন আধ পেটা খেয়ে বিমানবন্দরে ঘুরে বেরিয়েছেন ইউক্রেনে । প্রাণ হাতে করে বেঁচে বাড়ি ফিরে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন তিনি (Weaver Return From Ukraine)।
শান্তিপুরের গবারচর তালতলা পাড়ার বাসিন্দা সমীর বিশ্বাস । করোনকালে লকডাউনে একাধিক মানুষের জীবিকায় আঘাত হেনেছে । করোনাকালে লকডাউনের জেরে কাজ হারিয়েছেন একাধিক মানুষ । সেরকমই করোনাকালে কাজ হারিয়েছেন নদিয়ার শান্তিপুরের গবারচর এলাকার বাসিন্দা সমীর বিশ্বাস । নতুন করে ঘুরে দাঁড়াতে শেষ সম্বল নিজের তাঁত বিক্রি করে এবং বেশ কিছু টাকা সুদে ধার করে ইউক্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । পরিবারের মুখে অন্ন তুলে দিতে ও পরিবারে স্বাচ্ছল্য আনাই ছিল তাঁর উদ্দেশ্য । সেই ইউক্রেন পাড়ি যে তাঁর কাছে দুঃস্বপ্ন হয়ে যাবে, তা হয়ত কখনও ভাবেননি সমীর । প্রাণহাতে দেশে ফিরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি (Weaver Returned To Home From Ukraine)।