পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় শান্তিপুর হাসপাতালে চালু আইসোলেশন ওয়ার্ড

কোরোনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ৷ আজ থেকে শান্তিপুর হাসপাতালে চালু হল আইসোলেশন ওয়ার্ড। আলাদাভাবে ডাক্তার ও নার্সও রাখা হচ্ছে ওই ওয়ার্ডের জন্য ৷

ছবি
ছবি

By

Published : Mar 19, 2020, 2:01 PM IST

Updated : Mar 19, 2020, 3:03 PM IST

শান্তিপুর, 19 মার্চ : কোরোনা মোকাবিলার জন্য প্রস্তত থাকতে নদীয়ার শান্তিপুর হাসপাতালে চালু হল আইসোলেশন ওয়ার্ড। আজ থেকে চালু হওয়া হাসপাতালের ওই বিশেষ ওয়ার্ড পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।

কোরোনা এখন আতঙ্কিত গোটা বিশ্ব ৷ ভাইরাসের প্রভাব পড়েছে এদেশেও । ইতিমধ্যে কোরোনার থাবা এসে পড়েছে কলকাতাতেও । প্রশাসনের তরফ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে । জেলার স্বাস্থ্য দপ্তরগুলিতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাড়ানো হচ্ছে সচেতনতা । এবার বাড়তি সতর্কতা অবলম্বন করতে শান্তিপুর হাসপাতালে চালু করা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড । হাসপাতাল থেকে কিছুটা দূরে খোলা হয়েছে এই আইসোলেশন ওয়ার্ডটি । যদি কোনও রোগীর শরীরে ভাইরাসের উপসর্গ করা যায় তাহলে সেই রোগীর সংস্পর্শে যাতে অন্য রোগীরা না আসে তাই একটু দূরেই খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড।

শান্তিপুর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান

আজ হাসপাতাল এবং আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে গিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অজয় দে বলেন, "এটা প্রথম নয় ৷ এর আগেও আমরা অনেক কর্মসূচি গ্রহণ করেছি । আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে সচেতন করেছি যাতে সব সময় সতর্ক থাকে । যদিও এখনও পর্যন্ত সেইরকম কারও মধ্যে লক্ষণ পাওয়া যায়নি । যারা বাইরের রাজ্য থেকে ইতিমধ্যে আছেন আমরা তাদের ওপর নজর রাখতে বলেছি এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে বলেছি ।"

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সুপার জয়ন্ত বিশ্বাস বলেন, "ইতিমধ্যেই আলাদাভাবে ডাক্তার এবং নার্স বিশেষভাবে আইসোলেশন ওয়ার্ডে নিয়োগ করা হয়েছে ।" পাশাপাশি তিনি অযথা আতঙ্কিত না হওয়ার জন্যও অনুরোধ করেন ৷

Last Updated : Mar 19, 2020, 3:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details