শান্তিপুর, 1 মার্চ : 6 মাস আগে কাজের তাগিদে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন শান্তিপুরের বেলঘড়িয়া 2নং গ্রাম পঞ্চায়েতের তালতলার বাসিন্দা অমিত বিশ্বাস ৷ বাড়ির বহু দামি জিনিস বিক্রি করে কাজের সন্ধানে ইউক্রেনে গিয়েছিলেন দীর্ঘদিন বেকার বসে থাকা অমিত ৷ কিন্তু, সেখানকার বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা (Bengal Man Stranded in Ukraine) ৷ ফোনে স্ত্রীকে জানিয়েছেন, বর্তমানে তিনি পোল্যান্ডে রয়েছেন ৷ সেখান থেকে ভারতীয় দূতাবাসের মদতে দেশে ফিরবেন ৷
দীর্ঘদিন কাজ হারিয়ে বাড়িতে বসেছিলেন নদিয়ার শান্তিপুরের তালতলার বাসিন্দা অমিত বিশ্বাস ৷ শেষে ছ’মাস আগে বাড়ির দামি জিনিসপত্র বিক্রি করে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন কাজের খোঁজে ৷ অমিত বিশ্বাসের স্ত্রী সাধনা বিশ্বাস জানিয়েছেন, প্রায় সাড়ে 5 লক্ষ টাকা নিয়ে ইউক্রেনে গিয়েছিলেন ৷ কিন্তু, সেখানে গিয়েও কোনও কাজ জোগাড় করতে পারেননি ৷ আর তারই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণা ৷ ফলে ইউক্রেনে আটকে পড়েন অমিত বিশ্বাস (Shantipur Resident Amit Biswas Stranded in Ukraine) ৷