পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengali Stranded in Ukraine : চাকরির খোঁজে ইউক্রেন গিয়ে আটকে শান্তিপুরের অমিত - Shantipur Resident Amit Biswas Stranded in Ukraine

কাজের খোঁজে ইউক্রেনে গিয়ে আটকে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা অমিত বিশ্বাস (Shantipur Resident Amit Biswas Stranded in Ukraine) ৷ তবে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বেরিয়ে পোল্যান্ডে গিয়েছেন বলে বাড়িতে জানিয়েছেন অমিত ৷ সেখান থেকে দেশে ফেরার বিমান ধরবেন বলে পরিবারকে জানিয়েছেন তিনি ৷

Shantipur Resident Amit Biswas Stranded in Ukraine
Shantipur Resident Amit Biswas Stranded in Ukraine

By

Published : Mar 1, 2022, 12:02 PM IST

শান্তিপুর, 1 মার্চ : 6 মাস আগে কাজের তাগিদে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন শান্তিপুরের বেলঘড়িয়া 2নং গ্রাম পঞ্চায়েতের তালতলার বাসিন্দা অমিত বিশ্বাস ৷ বাড়ির বহু দামি জিনিস বিক্রি করে কাজের সন্ধানে ইউক্রেনে গিয়েছিলেন দীর্ঘদিন বেকার বসে থাকা অমিত ৷ কিন্তু, সেখানকার বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা (Bengal Man Stranded in Ukraine) ৷ ফোনে স্ত্রীকে জানিয়েছেন, বর্তমানে তিনি পোল্যান্ডে রয়েছেন ৷ সেখান থেকে ভারতীয় দূতাবাসের মদতে দেশে ফিরবেন ৷

দীর্ঘদিন কাজ হারিয়ে বাড়িতে বসেছিলেন নদিয়ার শান্তিপুরের তালতলার বাসিন্দা অমিত বিশ্বাস ৷ শেষে ছ’মাস আগে বাড়ির দামি জিনিসপত্র বিক্রি করে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন কাজের খোঁজে ৷ অমিত বিশ্বাসের স্ত্রী সাধনা বিশ্বাস জানিয়েছেন, প্রায় সাড়ে 5 লক্ষ টাকা নিয়ে ইউক্রেনে গিয়েছিলেন ৷ কিন্তু, সেখানে গিয়েও কোনও কাজ জোগাড় করতে পারেননি ৷ আর তারই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণা ৷ ফলে ইউক্রেনে আটকে পড়েন অমিত বিশ্বাস (Shantipur Resident Amit Biswas Stranded in Ukraine) ৷

আরও পড়ুন : Students Left Kyiv by Train : দূতাবাসের কাছেই আশ্রয় নেওয়া 400 ভারতীয় ছাত্র ট্রেনে চড়ে ছাড়লেন কিয়েভ

সম্প্রতি সাধনা বিশ্বাসের সঙ্গে কথা হয়েছে অমিতের ৷ তিনি জানিয়েছেন, কোনও মতে ইউক্রেন থেকে বেরিয়ে পোল্যান্ডে পৌঁছেছেন ৷ সেখানে পোল্যান্ডের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ ভারতীয় দূতাবাসের সাহায্যে হয়তো শীঘ্রই দেশে ফিরবেন তিনি ৷ কিন্তু, যতক্ষণ না তিনি বাড়ি ফিরছেন, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের ৷ দুই সন্তানকে নিয়ে সারাদিন চিন্তায় দিন কাটছে সাধনা বিশ্বাসের ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details