পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লাখ টাকা অনুদান শান্তিপুর পৌরসভার - কোরোনাভাইরাস সুরক্ষা

অনেকেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন । এবার সেই তহবিলে অনুদান দিল শান্তিপুর পৌরসভা ।

Santipur
শান্তিপুর পৌরসভা

By

Published : Apr 7, 2020, 5:06 PM IST

Updated : Apr 7, 2020, 5:12 PM IST

শান্তিপুর , 7 এপ্রিল : কোরোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে । ফলে সমস্যায় পড়েছেন অনেকেই । এর মধ্যেই ত্রাণ তহবিল খুলেছেন মুখ্যমন্ত্রী । এবার সেই তহবিলে 5 লাখ টাকা অনুদান দিল শান্তিপুর পৌরসভা ।


শান্তিপুর পৌরসভার পৌরপিতা অজয় দে বলেন , "যাতে সাধারণ মানুষকে সাহায্য করা যায় সেই কথা মাথায় রেখে মুখ্যন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লাখ টাকা দান করা হয়েছে ।" তিনি আরও বলেন , "ব্যক্তিগত তহবিল থেকে আমি এক লাখ টাকা দিয়েছি । সম্ভব হলে পরবর্তীকালে আরও কিছু টাকা দেওয়ারও চেষ্টা করছি । "

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে । মৃত্যু হয়েছে অনেকের । জারি হয়েছে লকডাউন । এর জেরে রোজগার নেই অনেকের । তাদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই । রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফেও একাধিক পদক্ষেপ করা হয়েছে । ত্রাণ তহবিলও খুলেছেন মুখ্যমন্ত্রী । এবার সেই তহবিলে অনুদান দিলেন শান্তিপুর পৌরসভা ৷

Last Updated : Apr 7, 2020, 5:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details