পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Workers Join BJP : রানাঘাটে উলটপুরাণ ! তৃণমূলের বুথ সভাপতি-সহ শতাধিক কর্মীর বিজেপিতে যোগ

রানাঘাটে বিজেপিতে যোগ দিলেন কয়েকশো তৃণমূল কর্মী ৷ এর মধ্যে তৃণমূলের বুথ-সভাপতিও রয়েছেন (TMC Workers Join BJP) ৷ শুধু তৃণমূল নয়, কংগ্রেস ছেড়েও এদিন বিজেপিতে যোগ দেন কর্মীরা ৷

bjp
রানাঘাটে তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিলেন বুথ সভাপতি-সহ বেশ কয়েকজন

By

Published : Jan 4, 2022, 4:07 PM IST

রানাঘাট, 4 জানুয়ারি : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ভরা মরশুমে এযেন উলটপুরাণ ৷ নদিয়ার রানাঘাটে বুথ সভাপতি-সহ একাধিক তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে (TMC Workers Join BJP) ৷ পৌরসভা ভোটের আগে এই যোগদান নদিয়া জেলায় বিজেপির মনোবল বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

25 ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে এক পক্ষকাল ধরে চলছে বিভিন্ন কর্মসূচি ৷ সেই উপলক্ষে নদিয়াতেও রানাঘাট বিজেপির উদ্যোগে চলছে নানা অনুষ্ঠান ৷

সোমবার সেই অনুষ্ঠান মঞ্চেই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি-সহ শতাধিক তৃণমূল ও কংগ্রেস কর্মীরা বিজেপিতে যোগদান করেন (several ranaghat tmc workers including booth president join bjp) ৷ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন নদিয়া রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন :TMC Tripura : বিপ্লব গড়েই বিজেপিতে বড় ভাঙন ধরাল তৃণমূল

বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিধায়ক জানান, এই প্রথম নয় ৷ দিন কয়েক আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 200 জন কর্মী বিজেপিতে যোগদান করেন । বিধানসভা ভোটের ফলাফলের পর আমাদের ভুল বুঝে বেশ কয়েকজন কর্মী সরে গিয়েছিলেন । তাঁরাও পুনরায় দলে ফিরে আসছেন ।

বিজেপিতে যোগদানকারী তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি দীপক দাস বলেন, "তৃণমূলে আমাদের সম্মান দেওয়া হচ্ছিল না ৷ বুথ সভাপতি হওয়া সত্ত্বেও রাত তিনটে থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিতে হয়েছে ৷ দল থেকে ভ্যাকসিন দেওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি ৷ তাই বিজেপিত যোগদান করেছি ৷"

আরও পড়ুন :শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান 50 জন তৃণমূল কর্মীর

ABOUT THE AUTHOR

...view details