পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bombing in Gayeshpur: গয়েশপুরে মহিলাদের বচসাকে কেন্দ্র করে বোমাবাজি, গ্রেফতার বহু; আহত 4 পুলিশকর্মী - গয়েশপুর গ্রামপঞ্চায়েত

পৌরসভার জল নেওয়াকে কেন্দ্র করে বচসা ৷ আর তার জেরে বোমাবাজির অভিযোগ (several police personnel injured in Gayeshpur bombing incident) ৷ শান্তিপুরের গয়েশপুর গ্রামপঞ্চায়েতের টেংরির ঘটনায় দু’পক্ষের অনেককেই আটক করা হয়েছে ৷ বোমাবাজি ও ইটবৃষ্টিতে 4 পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর ৷

Bombing in Gayeshpur Over Municipal Water
Bombing in Gayeshpur Over Municipal Water

By

Published : Jun 12, 2022, 9:02 PM IST

শান্তিপুর, 12 জুন : পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ শান্তিপুরের গয়েশপুর গ্রামপঞ্চায়েতের টেংরি ডাঙায় ৷ পৌরসভার জল নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় মহিলাদের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ ৷ যা ধীরে-ধীরে হাতাহাতিতে পৌঁছয় ৷ যে ঘটনা পরবর্তী পর্যায়ে শাসকদলের দুই গোষ্ঠীর বিবাদে পরিণত হয় ৷ চলতে থাকে বোমাবাজি (Several police personnel injured in Gayeshpur bombing incident) ৷ একটি বাড়ির ছাদ থেকে একের পর এক বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ৷ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না-এলে লাঠিচার্জ করে পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট মহকুমার এসডিপিও ৷ জানা গিয়েছে, দুষ্কৃতীদের ছোড়া ইট এবং বোমার আঘাতে 4 পুলিশকর্মী আহত হয়েছেন ৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ৷ ঘটনায় দু’পক্ষের অন্তত 20 জনকে পুলিশ আটক করেছে ৷

গয়েশপুরে মহিলাদের বচসাকে কেন্দ্র করে বোমাবাজি

আরও পড়ুন :Panihati TMC Party Office Bombing : পানিহাটিতে তৃণমূলের অফিসে বোমাবাজি, গ্রেফতার বিশু কর্মকার

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ চলছে টহলদারি ৷ এলাকায় চলছে জিজ্ঞাসাবাদ ৷ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে পুলিশ তল্লাশি শুরু করে ৷ টেংরিডাঙার যে বাড়িগুলি থেকে বোমা ছোড়া হয়েছিল, সেখানে পুলিশ হানা দেয় এবং বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার করে ৷

ABOUT THE AUTHOR

...view details