শান্তিপুর(নদিয়া), 2 জানুয়ারি: রবিবার ছিল বছরের প্রথম দিন ৷ সেদিন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ মেতে উঠে ছিলেন আনন্দ উচ্ছ্বাসে ৷ পিকনিক, খাওয়াদাওয়া থেকে ঘুরতে যাওয়া সবই হয়েছে ৷ কিন্তু এসবের মাঝেই ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনাও ৷ পিকনিক ঘিরে তৈরি হওয়া অশান্তিপর জেরে নদিয়ায় বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন (Broil in Picnic) । সন্ধ্যার পর থেকে শান্তিপুর জেনারেল হাসপাতালে (Santipur State General Hospital) তিল ধারণের জায়গা নেই । হাসপাতালে ভরতিও হয়েছেন বেশ কয়েকজন ৷
প্রথম ঘটনাটি ঘটেছে শান্তিপুর শহরের 18 নম্বর ওয়ার্ডে । জানা গিয়েছে, ওই এলাকার নিমতলা পাড়া এবং পাশাপাশি তোপখানা পাড়ার মধ্যে পিকনিক সেরে এসে অশান্তি শুরু হয় । অভিযোগ, বাপি শেখ এবং তাঁর বোন ফরিদা বিবি, স্ত্রী বাগিচা বিবি-সহ বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করে নিমতলা পাড়ার ছেলেরা । ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশবাহিনী পৌঁছয় সেখানে । দু'পক্ষের সঙ্গে কথা বলে খতিয়ে দেখে ঘটনাটি শান্তিপুর থানার পুলিশ । ঘটনার জেরে বাপি শেখের মাথায় পাঁচটি এবং তাঁর স্ত্রীর আটটি সেলাই পরে (Several injured over Broil in Picnic at Santipur) ।
অন্যদিকে, বাবলা পঞ্চায়েতের অন্তর্গত অজয় পল্লি এবং কুতুবপুর কবরস্থানের মাঝখানে একটা পিকনিক দলের মধ্যে বচসা হয় ৷ তার জের এসে পড়ে পার্শ্ববর্তী গোবিন্দপুর পীরতলা গ্রামের বাসিন্দা অনুপ সরকার, শানু সরকারের উপর । রাস্তার পাশ থেকে গাছের ডাল ভেঙে নিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী তাঁদের নিয়ে আসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। এর মধ্যে অনুপ সরকারের পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা । দুটি ঘটনাই খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ ।