পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবদ্বীপ কলেজে এবিভিপি-টিএমসিপি সংঘর্ষে আহত 4, চলছে পরস্পরকে দোষারোপের পালা - College Politics

Clash between TMCP and ABVP: তৃণমূল ছাত্র পরিষদ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্য়ে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার নবদ্বীপ ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷

ETV Bharat
নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদ সংঘর্ষ

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 3:14 PM IST

নদিয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ

নবদ্বীপ, 17 জানুয়ারি: আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি এবং তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষের ঘটনা ঘটল নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ৷ এই ঘটনায় আহত হয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তিন ছাত্রী-সহ চার পড়ুয়া ৷ মঙ্গলবার দুই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে নবদ্বীপের বিদ্যাসাগর কলেজ ক্যাম্পাসে ৷

এই ঘটনার কথা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছে দুই ছাত্র রাজনৈতিক দল ৷ এবিভিপি জানিয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নবদ্বীপের বিদ্যাসাগর কলেজে আরএসএসের ছাত্র সংগঠনের সদস্যদের উপর হামলা চালিয়েছে ৷ এই ঘটনার কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে তারা ৷ অন্যদিকে সোশাল মিডিয়ায় ঘটনার ভিডিয়ো পোস্ট করেছে তৃণমূল ছাত্র পরিষদ ৷ ঘাসফুলের ছাত্র সংগঠনের অভিযোগ, এবিভিপির সদস্যরা অভব্য আচরণ করেছে ৷

এই ঘটনার পর মঙ্গলবার রাতেই নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের হয় ৷ ঘটনায় আক্রান্তদের গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে, সেখানেই চলে তাদের চিকিৎসা। জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় কৃষ্ণেন্দু মল্লিককে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ তিনি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সহ-সভাপতি ৷ তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে ৷

এই ঘটনা প্রসঙ্গে এবিভিপি নদিয়ার উত্তরের সংযোজক শুভ সাহা বলেন, "প্রতিদিনের মতো এদিনও সবাই কলেজে এসেছিল ৷ কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে টিএমসিপি বহিরাগতদের নিয়ে আচমকাই হামলা করে আমাদের উপর ৷ আমাদের তিন বোন ও এক ভাই গুরুতর আহত হয়েছেন ৷" পাশাপাশি তিনি আরও জানান রড-সহ অন্য ভারী জিনিস দিয়েও আক্রমণ চালানো হয় এবিভিপি সমর্থকদের উপর ৷ শুভ বলেন, "আমরা এই ঘটনার জন্য সরাসরি প্রিন্সিপালকেই দায়ী করছি ৷ প্রিন্সিপালকে জবাব দিতে হবে ৷ তাঁর উপস্থিতিতে কলেজের ভিতরে কীভাবে তৃণমূল ছাত্র পরিষদ অস্ত্র মজুত করে এবং ছাত্রছাত্রীদের উপর আক্রমণ চালায় ৷"

তবে এ বিষয়ে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদ নেতা রাজদীপ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "এবিপি যে অভিযোগ করছে পুরোটাই ভিত্তিহীন ৷ তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করার জন্য তারা এই অভিযোগ করছে ৷ এর আগেও তারা চেষ্টা করেছিল তৃণমূল ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ আনার ৷ গতকালের যে ঘটনা ঘটছে তাতে সাধারণ ছাত্র-ছাত্রীরা এবিভিপির দৌরাত্ম্যের মোকাবিলা করেছে ৷ এর সঙ্গে তৃণমূলের ছাত্র সংগঠনের কোনও সম্পর্ক নেই ৷" যদিও নবদ্বীপ থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি ৷

আরও পড়ুন:

  1. জেলা-বিজেপিতে ফের ভাঙন, পঞ্চায়েত সদস্য-সহ শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান
  2. 'সংখ্যালঘু ভোট পেতেই রাম মন্দির উদ্বোধনে থাকবেন না মমতা,' কটাক্ষ লকেটের
  3. 22 জানুয়ারি মমতার 'সম্প্রীতি মিছিল' আটকাতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details