নদিয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ নবদ্বীপ, 17 জানুয়ারি: আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি এবং তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষের ঘটনা ঘটল নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ৷ এই ঘটনায় আহত হয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তিন ছাত্রী-সহ চার পড়ুয়া ৷ মঙ্গলবার দুই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে নবদ্বীপের বিদ্যাসাগর কলেজ ক্যাম্পাসে ৷
এই ঘটনার কথা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছে দুই ছাত্র রাজনৈতিক দল ৷ এবিভিপি জানিয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নবদ্বীপের বিদ্যাসাগর কলেজে আরএসএসের ছাত্র সংগঠনের সদস্যদের উপর হামলা চালিয়েছে ৷ এই ঘটনার কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে তারা ৷ অন্যদিকে সোশাল মিডিয়ায় ঘটনার ভিডিয়ো পোস্ট করেছে তৃণমূল ছাত্র পরিষদ ৷ ঘাসফুলের ছাত্র সংগঠনের অভিযোগ, এবিভিপির সদস্যরা অভব্য আচরণ করেছে ৷
এই ঘটনার পর মঙ্গলবার রাতেই নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের হয় ৷ ঘটনায় আক্রান্তদের গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে, সেখানেই চলে তাদের চিকিৎসা। জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় কৃষ্ণেন্দু মল্লিককে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ তিনি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সহ-সভাপতি ৷ তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে ৷
এই ঘটনা প্রসঙ্গে এবিভিপি নদিয়ার উত্তরের সংযোজক শুভ সাহা বলেন, "প্রতিদিনের মতো এদিনও সবাই কলেজে এসেছিল ৷ কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে টিএমসিপি বহিরাগতদের নিয়ে আচমকাই হামলা করে আমাদের উপর ৷ আমাদের তিন বোন ও এক ভাই গুরুতর আহত হয়েছেন ৷" পাশাপাশি তিনি আরও জানান রড-সহ অন্য ভারী জিনিস দিয়েও আক্রমণ চালানো হয় এবিভিপি সমর্থকদের উপর ৷ শুভ বলেন, "আমরা এই ঘটনার জন্য সরাসরি প্রিন্সিপালকেই দায়ী করছি ৷ প্রিন্সিপালকে জবাব দিতে হবে ৷ তাঁর উপস্থিতিতে কলেজের ভিতরে কীভাবে তৃণমূল ছাত্র পরিষদ অস্ত্র মজুত করে এবং ছাত্রছাত্রীদের উপর আক্রমণ চালায় ৷"
তবে এ বিষয়ে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদ নেতা রাজদীপ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "এবিপি যে অভিযোগ করছে পুরোটাই ভিত্তিহীন ৷ তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করার জন্য তারা এই অভিযোগ করছে ৷ এর আগেও তারা চেষ্টা করেছিল তৃণমূল ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ আনার ৷ গতকালের যে ঘটনা ঘটছে তাতে সাধারণ ছাত্র-ছাত্রীরা এবিভিপির দৌরাত্ম্যের মোকাবিলা করেছে ৷ এর সঙ্গে তৃণমূলের ছাত্র সংগঠনের কোনও সম্পর্ক নেই ৷" যদিও নবদ্বীপ থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি ৷
আরও পড়ুন:
- জেলা-বিজেপিতে ফের ভাঙন, পঞ্চায়েত সদস্য-সহ শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান
- 'সংখ্যালঘু ভোট পেতেই রাম মন্দির উদ্বোধনে থাকবেন না মমতা,' কটাক্ষ লকেটের
- 22 জানুয়ারি মমতার 'সম্প্রীতি মিছিল' আটকাতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু