শান্তিপুর, 31 মে : এক যুবককে খুনের চেষ্টার অভিযোগে এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হল একাধিক বাড়িতে । অগ্নিসংযোগ করা হয় তার মোটরবাইকেও । খবর পেয়ে দমকলের দু'টি ইঞ্জিন গ্রামে ঢুকতে গেলে দমকলকেও বাধা দেয় স্থানীয়রা । ঘটনাটি নদীয়া শান্তিপুর থানার প্রমোদ পল্লী এলাকায় । গোটা ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রদীপ সরকারের বিরুদ্ধে । ঘটনাস্থানে পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে ।
শান্তিপুরে একাধিক বাড়িতে অগ্নিসংযোগ, অভিযুক্ত তৃণমূল নেতা
স্থানীয় সূত্রে খবর, গ্রামে রাস্তার ওপর বাম্পার দেওয়াকে কেন্দ্র করে বিবাদ । আর তারই জেরে লোহা রোড দিয়ে স্থানীয় দেবব্রত মণ্ডলের সঙ্গে তাঁর বাদানুবাদ শুরু হয় । দেবব্রতবাবুর মাথায় শরীরে একাধিক আঘাত করা হয় বলেও অভিযোগ । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রানাঘাট হাসপাতালে ভরতি করা হয়েছে ।
অভিযুক্ত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে । স্থানীয় সূত্রে খবর, গ্রামে রাস্তার ওপর বাম্পার দেওয়াকে কেন্দ্র করে বিবাদ । আর তারই জেরে লোহা রোড দিয়ে স্থানীয় দেবব্রত মণ্ডলের সঙ্গে তাঁর বাদানুবাদ শুরু হয় । দেবব্রতবাবুর মাথায় শরীরে একাধিক আঘাত করা হয় বলেও অভিযোগ । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রানাঘাট হাসপাতালে ভরতি করা হয়েছে ।
অভিযুক্ত প্রদীপ সরকার মত্ত অবস্থায় বাইকচালিয়ে যাচ্ছিলেন ওই এলাকা দিয়ে । রাস্তার উপরে বাম্পার থাকার কারণে তার বাইকচালাতে সমস্যা হয় । সেই থেকেই গালিগালাজ করতে শুরু করেন এলাকার মানুষকে । ওই সময়েইরাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দেবব্রত মণ্ডলের উপর হামলা করেন প্রদীপ সরকার । অভিযোগ,রেললাইনের পাথর ও রড দিয়ে ওই যুবকে আঘাতকরা হয় । রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় হবিবপুরহাসপাতালে । পরে অবস্থা সংকটজনক হওয়ার কারণে তাঁকে রানাঘাট মহাকুমা হাসপাতালেস্থানান্তরিত করা হয় । অভিযুক্ত প্রদীপ সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই শান্তিপুরথানায় মামলা দায়ের করা হয়েছে ।