পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nadia Accident Death : শ্মশানযাত্রী বোঝাই ম্যাটাডোরের ধাক্কা লরিতে, প্রাণ হারালেন 18 জন - 17 dead in an accident in Nadia

শবদাহ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একসঙ্গে 18 জনের ৷ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালিতে (Several dead in Hanskhali accident in Nadia) ৷

crematorium passenger truck collided with lorry in Nadia
নদিয়ার পথ দুর্ঘটনায় মৃত্যু

By

Published : Nov 28, 2021, 7:43 AM IST

Updated : Nov 28, 2021, 10:06 AM IST

নদিয়া, 28 নভেম্বর :শ্মশানযাত্রী বোঝাই ম্যাটাডোর গিয়ে ধাক্কা মারল লরিতে ৷ একই সঙ্গে মৃত্যু হল কমপক্ষে 18 জনের ৷ জখম হয়েছেন আরও 4 জন ৷ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় রাজ্য সড়কের উপর (Several dead in Hanskhali accident in Nadia) ৷

উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকা থেকে গতকাল রাতে শবদাহ নিয়ে একটি ম্যাটাডোর নবদ্বীপ শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয় । রাত বারোটা নাগাদ ম্যাটাডোরটি নদিয়ার হাঁসখালি থানার ফুলবাড়ির উপর দিয়ে যাচ্ছিল ৷ সেই সময় ম্যাটাডোরটি সেখানেই দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি লরিকে আচমকাই ধাক্কা মারে ৷ ম্যাটাডোরটি ছিটকে পড়ে পাশে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 17 জনের । পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে ৷

গভীর রাতে এমন দুর্ঘটনা ঘটায় তড়িঘড়ি উদ্ধার শুরু হওয়া সম্ভব হয়নি ৷ পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং হাঁসখালি থানার পুলিশ কোনওরকমে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন । সেখানে চিকিৎসকরা 17 জনকে মৃত ঘোষণা করেন । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় ৷ বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন । স্থানীয়দের দাবি, ঘন কুয়াশা এবং গাড়িটির গতিবেগ অতিরিক্ত থাকার কারণেই এই দুর্ঘটনা । তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ ।

আরও পড়ুন : Accident at Raniganj factory : রানিগঞ্জের কারখানায় দুর্ঘটনা, ছাইয়ের স্তূপে চাপা পড়লেন 3 শ্রমিক

Last Updated : Nov 28, 2021, 10:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details