নদিয়া, 28 নভেম্বর :শ্মশানযাত্রী বোঝাই ম্যাটাডোর গিয়ে ধাক্কা মারল লরিতে ৷ একই সঙ্গে মৃত্যু হল কমপক্ষে 18 জনের ৷ জখম হয়েছেন আরও 4 জন ৷ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় রাজ্য সড়কের উপর (Several dead in Hanskhali accident in Nadia) ৷
উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকা থেকে গতকাল রাতে শবদাহ নিয়ে একটি ম্যাটাডোর নবদ্বীপ শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয় । রাত বারোটা নাগাদ ম্যাটাডোরটি নদিয়ার হাঁসখালি থানার ফুলবাড়ির উপর দিয়ে যাচ্ছিল ৷ সেই সময় ম্যাটাডোরটি সেখানেই দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি লরিকে আচমকাই ধাক্কা মারে ৷ ম্যাটাডোরটি ছিটকে পড়ে পাশে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 17 জনের । পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে ৷