ধানতলা, 16 এপ্রিল : নদিয়ার ধানতলায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে (Unnatural Death of Minor Girl) ঘিরে উত্তেজনা ৷ পিসতুতো দিদির বাড়ি ঘুরতে গিয়ে ওই নাবালিকা নাকি আত্মহত্যা করেছে ৷ এমনটাই জানিয়েছে, মৃতের পিসতুতো দিদি এবং জামাইবাবু ৷ এমনকি পরিবারের লোকজন পৌঁছনোর আগেই দেহের ময়নাতদন্ত করে ফেলা হয় বলে অভিযোগ ৷ তবে, মৃতের পরিবার আত্মহত্যার বিষয়টি মানতে নারাজ ৷ তাই পরিবারের দাবিতে ফের একবার নাবালিকার দেহের ময়নাতদন্ত করা হচ্ছে রানাঘাট মহকুমা হাসপাতালে (Second Postmortem of Minor Girl Due to Unnatural Death in Nadia) ৷
নদিয়ার গাংনাপুরের ঘোলা এলাকার বাসিন্দা ওই নাবালিকা গত সোমবার পিসতুতো দিদির বাড়ি ধানতলায় বেড়াতে যায় ৷ কিন্তু, গত পরশু গভীর রাতে নাবালিকার বাড়িতে ফোন করেন তার জামাইবাবু ৷ জানান ওই নাবালিকার একটি দুর্ঘটনা ঘটেছে ৷ এর কিছুক্ষণ পর আবারও ফোন করে বলা হয়, সে মারা গিয়েছে এবং রানাঘাট হাসপাতালে রয়েছে ৷ এমনকি নাবালিকার বাবা ও জ্যাঠা হাসপাতালে পৌঁছনোর আগেই দেহের ময়নাতদন্ত করে ফেলা হয় ৷ আর সেখানে গিয়ে পরিবারের লোকজন জানতে পারে, ওই নাবালিকা নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ৷