পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Karimpur School Controversy স্কুল পড়ুয়াদের ব্যাগ বিতরণে প্রধান শিক্ষকের মুখে রাজনৈতিক বক্তব্য, পাশে মুখ্যমন্ত্রীর ছবি, শুরু বিতর্ক - নদিয়া স্কুল বিতর্ক

নদিয়ার করিমপুরের হোগোলবেরিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের (Karimpur Hogalberia Adarsha Siksha Niketan) প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে পড়ুয়াদের ব্যাগ বিতরণ করেছেন (Head Master of Karimpur Hogalberia Adarsha Siksha Niketan sparks controversy) ৷ রাজনৈতিক মন্তব্যও করেছেন ৷

Karimpur School head master Controversy
ETV Bharat

By

Published : Aug 20, 2022, 7:15 PM IST

Updated : Aug 20, 2022, 9:28 PM IST

করিমপুর, 20 অগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে স্কুলে চলছে ব্যাগ বিতরণ । খুদে পড়ুয়াদের রাজনৈতিক বক্তব্য শোনাচ্ছেন খোদ স্কুলের প্রধান শিক্ষক ! ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরের হোগোলবেরিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়ে (Karimpur Hogalberia Adarsha Siksha Niketan) ৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে শিক্ষামহলে ৷ প্রধান শিক্ষককে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়কও ।

অভিযোগ, দিনকয়েক আগে এই স্কুলের প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাস ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ করেন (Head Master of Karimpur Hogalberia Adarsha Siksha Niketan) ৷ রাজ্য সরকারের নির্দেশেই সমস্ত স্কুলে বিশ্ববাংলা লোগো বসানো ওই ব্যাগ পড়ুয়াদের দেওয়া হচ্ছে ৷ কিন্তু বিতর্ক তৈরি হয়েছে করিমপুরের হোগোলবেরিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যাগ বিতরণকে কেন্দ্র করে (Karimpur School Controversy) ৷ অভিযোগ, দিনকয়েক আগে এই স্কুলের প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাস ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ করেন ৷ সেই দিনের ভিডিয়োও ইতিমধ্যেই সামনে এসেছে ৷ সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ছবি সামনে রেখে ব্যাগ বিতরণ করছেন স্কুলের প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাস ৷ সেখানে বাম আমলের নিন্দা করে তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে ৷

স্কুল পড়ুয়াদের ব্যাগ বিতরণে প্রধান শিক্ষকের মুখে রাজনৈতিক বক্তব্য, শুরু বিতর্ক

আরও পড়ুন: স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব, গ্রেফতার অভিযুক্ত শিক্ষক

সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে প্রধান শিক্ষকের সেই ভিডিয়ো ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয় হবে বলেও বলতে শোনা গিয়েছে তাঁকে ৷ প্রশ্ন উঠছে কেন ওই শিক্ষক ছোট পড়ুয়াদের সামনে এরকম রাজনৈতিক বক্তব্য পেশ করলেন ৷ যদিও এই বিষয়ে পরে ওই প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া নিতে চাইলে তিনি কোনও কথা বলেননি ৷ তবে তাঁর এহেন আচরণ মেনে নিতে পারছেন না করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় । তিনি ওই প্রধান শিক্ষককে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন ৷ বলেছেন, "প্রধান শিক্ষক স্কুলের ছাত্র-ছাত্রীদের সামনে যা যা বলেছেন তা না বললেই ভালো হতো ।"

Last Updated : Aug 20, 2022, 9:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details