চাকদা, 26 মে : সন্তু ঘোষকে খুন করেছে লাল্টু দাস নামে স্থানীয় এক যুবক । চাকদায় যুবক খুনের ঘটনায় ধৃত ভরত বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য জানতে পারল চাকদা থানার পুলিশ ।
শুক্রবার রাতে গুলি করে খুন করা হয় চাকদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তপোবন এলাকার বাসিন্দা সন্তু ঘোষকে । তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । BJP ও তৃণমূল কংগ্রেস দুই দলই ওই যুবককে নিজেদের কর্মী বলে দাবি করে ।
ঘটনার দিন রাতেই চাকদা থানা ঘেরাও করে BJP কর্মী সমর্থকরা । পরদিন সকালে একাধিক জায়গায় রেল অবরোধ করা হয় । 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা । পরে জেলার উচ্চপদস্থ পুলিশকর্মীদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় । ঘটনার তদন্তে নামে পুলিশ ।
পুলিশের তদন্তে উঠে আসে ভরত ঘোষের নাম । গ্রেপ্তার করা হয় তাকে । জিজ্ঞাসাবাদ শুরু করা হয় । তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । জিজ্ঞাসাবাদ চলাকালীন ভরত জানায় লাল্টু দাস নাম স্থানীয় এক যুবক সন্তুকে খুন করেছে । আজ ভরতকে রানাঘাট আদালতে তোলা হয় ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় ভরতের প্যান্টে রক্তের দাগ লেগেছিল । তদন্তকারীদের অনুমান, ঘটনাস্থান থেকে উদ্ধার হওয়া একজোড়া চটি অন্য কোনও অভিযুক্তর ।
অন্যদিকে আজ মৃত সন্তু ঘোষের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন BJP-র যুব মোর্চার কেন্দ্রীয় প্রতিনিধি দল । এই প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় যুব মোর্চার সম্পাদক সৌরভ শিকদার, রাজ্যের সাধারণ সম্পাদক তাপস ঘোষ ও জেলা যুব মোর্চার সভাপতি ভাস্কর ঘোষ । দোষীদের শাস্তির দাবি জানান তাঁরা । পাশাপাশি আর্থিক সাহায্যের আশ্বাসও দেন ।