পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santipur TMC News : ঘরছড়া তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করলেন এলাকার জনপ্রতিনিধিরা

তৃণমূলকর্মী গোবিন্দা দাসের খুনের ঘটনায় দলের হাতে আক্রান্ত হয়ে প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে ঘরছাড়া শান্তিপুরের বেশকিছু পরিবার ৷ তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন শান্তিপুরের তৃণমূলের প্রতিনিধিরা (Shantipur New TMC Leader Meating ) ৷

Shantipur New TMC Leader Meating
ঘরছড়া দলীয়কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন কাউন্সিলর ও চেয়ারপার্সন

By

Published : May 15, 2022, 1:58 PM IST

শান্তিপুর, 15 মে : বছর দু’য়েক আগে দলীয় কর্মী খুনের অভিযোগে তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে ঘর ছেড়ে ছিলেন বেশ কিছু তৃণমূল পরিবার ৷ এবার সেই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তৃণমূলের কাউন্সিলররা ৷ নদীয়ার শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সারাগর নতুন পাড়ার ঘটনা (Shantipur New TMC Leader Meating ) ৷

ঘটনার সূত্রপাত 2 বছর আগে ৷ স্থানীয় তৃণমূলকর্মী গোবিন্দ দাস নিজের এলাকাতেই দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন । অভিযোগের তির ছিল ওই এলাকার কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে । ওই রাতেই পরিবারগুলির উপর আক্রমণ করা হয় ৷ যার জেরে প্রাণভয়ে বাড়ি ছেড়েছিলেন প্রায় 9টি পরিবারের সদস্যরা । তাতেও রক্ষা হয়নি ৷ ঘরছাড়াদের বাড়ি ভাঙচুর এবং লুটপাট চলে । প্রায় দুই বছর ধরে ঘরছাড়া হয়ে প্রশাসনের দরজা এবং জন প্রতিনিধির দরজায় ঘুরেছেন তারা । অবশেষে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে প্রশাসনের সহযোগিতায় তাদেরকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে ।

আরও পড়ুন : NIA Arrests : অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে

ঘরে ফিরলেও আতঙ্কের রেশ এখনও কাটেনি । বাড়িতে রাত কাটাতে ভয় পাচ্ছেন তাঁরা ৷ এই প্রসঙ্গেই ঘরছাড়া পরিবারের সঙ্গে দেখা করে পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, ‘‘এই ঘরছাড়া পরিবারদের উপর যে অত্যাচার চালানো হয়েছে তা এককথায় অমানবিক । আমরা আর্থিক দিক থেকে এবং কর্মসংস্থানের দিক থেকে চেষ্টা করব তাদের সাহায্য করার ।’’ এর পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনকে এই বিষয়ে নজর রাখতে বলেছি যাতে এই ঘটনায় নতুন করে আবার কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷ এই পরিবারগুলি বসবাস করতে পারে শান্তিতে ৷

ABOUT THE AUTHOR

...view details