শান্তিপুর, 15 মে : বছর দু’য়েক আগে দলীয় কর্মী খুনের অভিযোগে তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে ঘর ছেড়ে ছিলেন বেশ কিছু তৃণমূল পরিবার ৷ এবার সেই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তৃণমূলের কাউন্সিলররা ৷ নদীয়ার শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সারাগর নতুন পাড়ার ঘটনা (Shantipur New TMC Leader Meating ) ৷
ঘটনার সূত্রপাত 2 বছর আগে ৷ স্থানীয় তৃণমূলকর্মী গোবিন্দ দাস নিজের এলাকাতেই দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন । অভিযোগের তির ছিল ওই এলাকার কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে । ওই রাতেই পরিবারগুলির উপর আক্রমণ করা হয় ৷ যার জেরে প্রাণভয়ে বাড়ি ছেড়েছিলেন প্রায় 9টি পরিবারের সদস্যরা । তাতেও রক্ষা হয়নি ৷ ঘরছাড়াদের বাড়ি ভাঙচুর এবং লুটপাট চলে । প্রায় দুই বছর ধরে ঘরছাড়া হয়ে প্রশাসনের দরজা এবং জন প্রতিনিধির দরজায় ঘুরেছেন তারা । অবশেষে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে প্রশাসনের সহযোগিতায় তাদেরকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে ।