পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sabujsathi Bicycle Selling as Scrap : শান্তিপুরে স্ক্র্যাপ হিসাবে বিকোচ্ছে সবুজসাথীর সাইকেল - ঙ্গাচোরা হিসাবে বিকচ্ছে সবুজসাথীর সাইকেল

মুখ্যমন্ত্রীর সবুজসাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে কিলো দরে (Sabujsathi Bicycle Selling as Scrap) । কখনও 200 টাকায় আবার কখনও 400 টাকায় এই সাইকেল বিক্রি হচ্ছে । স্বাভাবিকভাবেই সবুজসাথী প্রকল্প নিয়ে উঠেছে প্রশ্ন । নদিয়ার শান্তিপুরে এমনই চিত্র উঠে এসেছে ।

SabujSathi's bicycle solding in Nadia's Shantipur as scrap
bicycle

By

Published : Apr 20, 2022, 1:40 PM IST

Updated : Apr 20, 2022, 2:05 PM IST

শান্তিপুর, 20 এপ্রিল : নদিয়ার একাধিক জায়গায় ভাঙ্গাচোরা সবুজসাথী প্রকল্পের সাইকেল কিলো দরে বিক্রি হতে দেখা গিয়েছে (Buyers buying Sabujsathi bicycle as Scrap in Nadia)। এবার শান্তিপুরেও একই ছবি দেখা গেল । সরকারি প্রকল্পের সাইকেল কখনও 200 টাকায় কখনও বা 400 টাকায় বিক্রি হচ্ছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পড়ুয়াদের সুবিধার্থে সবুজসাথী প্রকল্প চালু করেন ৷ এই ঘটনায় সেই প্রকল্পের কার্যকরীতা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

এ বিষয়ে স্ক্র্যাপ কারবারি কাদের আলি বলেন, "একটু ভাল সাইকেল থাকলে 400 টাকা, আর তার থেকে খারাপ সাইকেল থাকলে 200 থেকে 250 টাকায় আমরা কিনে নিই ।" শান্তিপুরের বিজেপির 1 নং শহর সভাপতি অমিত বৈরাগী এ প্রসঙ্গে কটাক্ষ ছুড়ে বলেন, "অবিলম্বে সরকারকে প্রাপকদের চিহ্নিত করে সাইকেল দেওয়া উচিত । কারণ প্রাপকদের মধ্যে অনেকেরই বাড়িতে দু'-চারটে সাইকেল রয়েছে । সরকারের দেওয়া সাইকেল একেই নিম্নমানের, সেই কারণেই তারা সাইকেলগুলি নষ্ট করে বিক্রি করে দেয় । এতে সরকারের অর্থের অপচয় হয় ।"

যদিও এ বিষয়ে শান্তিপুর পৌরসভার তৃণমূলের কাউন্সিলর সুব্রত ঘোষ অভিভাবকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, "অভিভাবকদের আরও সংযত হওয়া উচিত । কারণ এভাবে সাইকেল বিক্রি না করে তাঁরা সাইকেল না নিতে পারেন । এতে আরও একটি গরিব মানুষ সুবিধা পাবেন । আমাদের হাতে উপযুক্ত প্রমাণ এলে সংশ্লিষ্ট দফতরে সেই অভিভাবকের বিরুদ্ধে রিপোর্ট পেশ করব।"

আরও পড়ুন :Santipur Suicide: গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের, পাশে মিলল সুইসাইড নোট

Last Updated : Apr 20, 2022, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details