পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিপুরে দুঃসাহসিক চুরি মন্দিরে - নদিয়া

নদিয়ার শান্তিপুরে মন্দিরের তালা ভেঙে চুরি । লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ।

Shantipur
Shantipur

By

Published : Dec 23, 2020, 3:24 PM IST

শান্তিপুর, 23 ডিসেম্বর : মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি । লুঠ সোনার গহনা সহ লক্ষাধিক টাকার সামগ্রী । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ।

সূত্রের খবর, শান্তিপুরের বাগদিয়ার মাহিষ্য পাড়া গ্রামে একটি সূত্র ঠাকুরের মন্দির রয়েছে । অনেক ভক্তরা সেখানে বিভিন্ন ধরনের সোনা-রূপার সামগ্রী এবং আর্থিক সাহায্য দান করেন । স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনের মতো পুজারি ওই মন্দিরে সন্ধ্যাবেলায় পুজো করে দরজায় তালা মেরে রাখেন । আজ সকালে স্থানীয় বাসিন্দাদের হঠাৎ চোখে পড়ে মন্দিরের দরজা ভাঙা । স্থানীয় বাসিন্দারা ভিতরে গিয়ে দেখেন দেবীর গায়ের যে সমস্ত গয়না ছিল সবকিছু খোয়া গিয়েছে ।

প্রণামী বাক্স যে নগদ অর্থ ছিল তাও ভেঙে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা । খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । এলাকার মানুষ ওই মন্দিরের কাছে এসে ভিড় জমান । খবর দেওয়া হয় শান্তিপুর থানায় । খবর পেয়ে ঘটনস্থানে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ । ঘটনস্থান পরিদর্শন করে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ খোয়া যাওয়া সামগ্রী এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে । যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details