নদিয়া, 22 জানুয়ারি : দুর্ঘটনার বলি গৃহবধূ ৷ মৃতার নাম কণিকা দেবনাথ ৷ বছর চল্লিশের কণিকা নদিয়ার তাহেরপুর পৌরসভা এলাকার বাসিন্দা ৷ কর্মসূত্রে প্রতিদিন বাদকুল্লা যেতেন তিনি ৷
দুর্ঘটনার বলি গৃহবধূ - দুর্ঘটনায় গৃহবধূর মৃত্য়ু
পথ দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু ৷ নদিয়ার তাহেরপুরের ঘটনা ৷ রেলগেট পেরোনোর সময় দুর্ঘটনা ৷ লরির ধাক্কায় মৃত্য়ু গৃহবধূর ৷
শুক্রবার সকালেও কাজে বের হন কণিকা ৷ সূত্রের খবর, তাহেরপুর রেল গেটের কাছে রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি লরি পিছন থেকে ধাক্কা মারে কণিকাকে ৷ রাস্তার পাশেই ছিটকে পড়েন তিনি ৷ স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন কণিকাকে ৷ দেহ পাঠানো হয় মর্গে ৷ পরে বাদকুল্লা-রানাঘাট রাজ্য়সড়ক সংলগ্ন ওই দুর্ঘটনাস্থলে যায় তাহেরপুর থানার পুলিশ ৷ যদিও দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় লরিটি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷