পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবদ্বীপে লরির চাকায় পৃষ্ট নাবালক - নবদ্বীপে দুর্ঘটনা

নদিয়ার নবদ্বীপ থানা এলাকায় কয়লা বোঝাই লরিতে পৃষ্ট নাবালক ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ ।

ছবি
ছবি

By

Published : Jan 23, 2021, 10:51 PM IST

নবদ্বীপ, 23 জানুয়ারি : কয়লা বোঝাই লরিতে পৃষ্ট নাবালক ৷ ইটভাটায় প্রবেশ করতে গিয়ে লরির চাকায় সে । এরপর গাড়িটিকে ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা ৷ ঘটনাস্থানে যায় পুলিশ । নদিয়ার নবদ্বীপ থানা এলাকার ঘটনা ।

জখম বালকের নাম সন্দীপ মাঝি । বয়স আনুমানিক বারো বছর । আহত ওই বালক ও তার পরিবার বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ স্থানীয় খবর,শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন গৌরনগর এলাকায় রাজ্য সড়কের পাশে অবস্থিত একটি ইট ভাটায় কয়লা বোঝাই একটি লরি ঢোকার সময় তার চাকায় পৃষ্ট হয়ে গুরুতর জখম হয় সন্দীপ ৷ প্রথমে তাকে উদ্ধার করে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতাল পরে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে । বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন ।

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু সাংবাদিকের, গুরুতর আহত আরেকজন

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ । পুলিশকে দেখে ন্যায্য ক্ষতিপূরণ ও অভিযুক্ত লরি চালক ও খালাসির যথাযোগ্য শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে ভাটায় কর্মরত শ্রমিকরা ।

ABOUT THE AUTHOR

...view details