বেথুয়াডহরি , 27 এপ্রিল : লরির ধাক্কায় ঘোড়ার গাড়ির চালক সহ মৃত্যু হল ঘোড়ার ৷ দুর্ঘটনাটি ঘটেছে বেথুয়াডহরি থানার 34 নম্বর জাতীয় সড়কে ৷ স্থানীয় সূত্রে জানা গেছে , বেথুয়াডহরি থানার অন্তর্গত সুধাকরপুরের বাসিন্দা মৃত শাহিদ শেখ (55) বিচুলির ব্যবসা করতেন । প্রতিদিনের মত তিনি বাড়ি থেকে ঘোড়ার গাড়িতে করে খড় কিনতে বেরিয়েছিলেন ।
যাওয়ার পথে বেথুয়াডহরি বিডিও অফিস সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে হঠাৎ পিছন থেকে একটি লরি এসে সজোরে শাহিদের ঘোড়ার গাড়িতে ধাক্কা মারে । ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ঘোড়া-সহ শাহিদের ।