পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পঞ্চায়েতের উদ্যোগে ব্যবসায়ী-রিকশাচালকদের টিকাকরণ নবদ্বীপে - নবদ্বীপ

পঞ্চায়েতের উদ্যোগে ব্যবসায়ী, রিকশাচালক ও টোটোচালকদের টিকাকরণ শুরু হল নবদ্বীপে ৷ এ দিন মোট আড়াইশো জনকে টিকা দেওয়া হয়েছে ৷

rickshaw puller, businessmen vaccinated at nabadwip
পঞ্চায়েতের উদ্যোগে ব্যবসায়ী-রিকশাচালকদের টিকাকরণ নবদ্বীপে

By

Published : May 28, 2021, 8:40 PM IST

নবদ্বীপ, 28 মে :পঞ্চায়েতের উদ্যোগে করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হল টোটোচালক, রিকশাচালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে । নদিয়ার নবদ্বীপে নেওয়া হয়েছে এই উদ্যোগ ৷

করোনা অতিমারির প্রকোপ থেকে শ্রমজীবী মানুষদের রক্ষা করতে নদিয়ার নবদ্বীপ কেন্দ্রের বাবলারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এ দিন করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হল ৷ স্থানীয় টোটোচালক, রিকশাচালক থেকে শুরু করে সবজিবিক্রেতা-সহ বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীদের টিকা দেওয়া হয় ।

এই দিন মোট আড়াইশো জন এই ধরনের ব্যবসায়ী, টোটোচালক ও রিকশাচালক টিকাকরণের সুবিধা পেয়েছেন বলে জানান বাবলারি গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল দেবনাথ । এলাকায় যাঁরা টোটো, রিকশাচালক, স্থানীয় দোকানদার, মূলত তাঁরা নিজেদের পেশার তাগিদে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসেন ৷ করোনাভাইরাসের সংক্রমণ থেকে তাঁদের রক্ষা করতে প্রাথমিক পর্যায়ে তাঁদের এই টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান কমলবাবু ।

আরও পড়ুন:করোনা আবহে কেন্দ্রের বোঝা বাড়াতে নারাজ, যশে মোদির কাছে সাহায্য চাননি নবীন

এরপর ধাপে ধাপে সরকারি নিয়ম অনুযায়ী এলাকায় বসবাসকারী সকল মানুষজন করোনার টিকাকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবেন বলেও জানান বাবলারি গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল দেবনাথ । পঞ্চায়েতের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি ওই এলাকার ব্যবসায়ী ও মানুষজন ।

ABOUT THE AUTHOR

...view details