কৃষ্ণনগর, 14 মে : রাজ্যজুড়ে অক্সিজেনের আকাল । তার ব্যতিক্রম নয় নদিয়াও । কিন্তু এই পরিস্থিতিতে গোদের ওপর বিষফোঁড়ার মতো দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের রেগুলেটরের দাম বৃদ্ধি । যে সমস্ত কাঁচামাল দিয়ে অক্সিজেন সিলিন্ডারের রেগুলেটর তৈরি হয় তার পর্যাপ্ত সরবরাহ না হওয়ার কারণে রেগুলেটরের দাম বর্তমানে তিন থেকে চার গুণ বেশি । যার ফলে অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে ।
রেগুলেটরের কারণে অক্সিজেন সিলিন্ডার রেডি করা যাচ্ছে না । রেগুলেটর কিনতে চাওয়া অনেক ক্রেতাকেই তাই ফিরতে হচ্ছে নিরাশ হয়ে । নদিয়ায় অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে যাদের মূলত এই রেগুলেটর বিক্রি করেই সংসার চলে । যেভাবে আমদানি বন্ধ হয়েছে এবং কাঁচা মালের অভাব দেখা দিচ্ছে তাতে করে নতুন করে রেগুলেটর তৈরি করা যাচ্ছে না ।