পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুঃস্থ মানুষদের হাতে খাবার পৌঁছে দিল কৃষ্ণনগরের রেড ভলান্টিয়ার্স - সিপিআইএম

এদিন সিপিআইএম নেতৃত্ব রেড ভলান্টিয়ার্সদের সহযোগিতায় নদীয়ার কৃষ্ণনগর থানার ঘূর্ণি দাসপাড়া এলাকার গরিব ও দুঃস্থ মানুষের হাতে শুকনো খাবার তুলে দেয় ।

দুস্থ মানুষদের হাতে খাবার পৌঁছে দিল কৃষ্ণনগরের রেড ভলান্টিয়ার্স
দুস্থ মানুষদের হাতে খাবার পৌঁছে দিল কৃষ্ণনগরের রেড ভলান্টিয়ার্স

By

Published : Jun 13, 2021, 12:41 PM IST

কৃষ্ণনগর, 13 জুন : নদিয়ার কৃষ্ণনগর থানার ঘূর্ণি দাসপাড়া এলাকার গরিব ও দুঃস্থ মানুষের হাতে শুকনো খাবার তুলে দিলেন রেড ভলান্টিয়ার্সরা ৷ কর্মসূচি শেষে সিপিআইএম নেতা সুমিত চাকি বলেন, ‘‘করোনা অতিমারীর পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে না রাজ্য সরকার, শুধুই ভাঁওতা দিচ্ছে ৷’’

এদিন সিপিআইএম নেতৃত্ব রেড ভলান্টিয়ার্সদের সহযোগিতায় নদিয়ার কৃষ্ণনগর থানার ঘূর্ণি দাসপাড়া এলাকার গরিব ও দুঃস্থ মানুষের হাতে শুকনো খাবার তুলে দেয় । এর আগেও গোটা রাজ্যজুড়ে দেখা গিয়েছে 'রেড ফর এনটিআরসি' সাধারণ মানুষের পাশে থেকেছেন । শুধু সাধারণ মানুষ নয়, করোনা আক্রান্তদের এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে তাঁরা। অক্সিজেন কিংবা অন্য কোনও সমস্যা হলেই তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়েছেন রেড ভলান্টিয়ার্সরা ।

ঘূর্ণি দাসপাড়া এলাকার গরীব ও দুস্থ মানুষের হাতে শুকনো খাবার তুলে দিলেন রেড ভলান্টিয়ার্সরা

এদিন সুমিতবাবু বলেন, "যতটা সম্ভব হয়েছে দুঃস্থ মানুষগুলোকে সাহায্য করার চেষ্টা করেছি ৷ তাঁদের হাতে চাল, ডাল, তেলসহ কিছু শুকনো খাবার তুলে দিয়েছি ৷"

এরপরই তিনি শাসকদলের প্রসঙ্গে বলেন, " শাসকদল কোনও সময়ই মানুষের পাশে ছিল না ৷ এই কঠিন পরিস্থিতিতেও তারা চিকিৎসা ব্যবস্থা, টিকাকরণ নিয়ে দুর্নীতি করে চলেছে ৷"

আরও পড়ুন :কল্যাণী কোভিড হাসপাতালে রোগীদের মনোরঞ্জনে স্বাস্থ্যকর্মীদের নাচ

ABOUT THE AUTHOR

...view details