নদিয়া, 30 জুন: রাত পোহালেই রথযাত্রা (Rath Yatra)৷ তার আগে শেষ পর্যায়ের চূড়ান্ত প্রস্তুতি চলছে নদিয়ার মায়াপুরের ইসকন মন্দিরে (Mayapur ISKCON temple)। ইতিমধ্যেই দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুরে ।
বিগত দুই বছর করোনা সংক্রমণের কারণে মায়াপুর ইসকন মন্দিরের সেভাবে জাঁকজমক করে রথযাত্রা পালন করা হয়নি । কিন্তু এ বছর করোনা সংক্রমণ অনেকটা কমে যাওয়ার কারণে, প্রতি বছরের মতোই পালন করা হবে মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা । তাই তার আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে ইসকন মন্দিরে (ISKCON Rath Yatra)।
ইতিমধ্যেই মন্দির চত্বর এবং যে রথে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ আসবেন সেগুলিকে ঢেলে সাজানো হচ্ছে । তিনটি রথ মায়াপুর ইসকন মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে । সেখান থেকেই বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ রথে চেপে মাসির বাড়ি মায়াপুর ইসকন মন্দিরে আসবে । ইসকন মন্দিরের এই রথযাত্রাকে দর্শন করার জন্য গোটা দেশ থেকে ভক্তদের সমাগম দেখা যায় । ভারতের বাইরে বহু বিদেশি ভক্ত ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ইসকনের রথযাত্রা উপলক্ষে (Rath Yatra preparations in full swing at Mayapur ISKCON temple)।
রথযাত্রার শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে মায়াপুর ইসকন মন্দিরে আরও পড়ুন:রাজপথে ইসকনের রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী
এ বছর প্রথম ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে রেল দফতরের তরফ থেকে দুটি স্পেশাল ট্রেন (Two special train) চালু করার কথা ঘোষণা করা হয়েছে । ইসকনের কো-অর্ডিনেটর জগদার্তিহা দাস বলেন, "রথযাত্রা উপলক্ষে চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে । বিদ্যুতের যাতে কোনও বিভ্রাট না ঘটে, বিদ্যুৎ দফতরের কর্মীরা এসেও কাজ করছেন ।" পাশাপাশি দুটি স্পেশাল ট্রেন দেওয়ার জন্য ইসকনের তরফ থেকে রেল দফতরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ।