রানাঘাট, 12 জুলাই : ফের বিতর্কের মুখে রানাঘাটের SDPO লাল্টু হালদার । এক BJP যুব মোর্চার নেতার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সামনে গালিগালাজ করেন । সেই নেতাকে মেরে অন্ধ করে দেওয়ার হুমকি দেন । যদিও অভিযোগ অস্বীকার করেছেন SDPO । তাঁর বক্তব্য, তিনি এরকম ভাষা ব্যবহার করেননি ।
5 জুলাই ABVP-র ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রানাঘাট কলেজে । পুলিশ-ABVP সংঘর্ষে কয়েকজন পুলিশকর্মী জখম হন । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে BJP যুব মোর্চার নেতা পলাশ বলের বিরুদ্ধে । এরপর বুধবার রাত দেড়টা নাগাদ রানাঘাটের SDPO-র নেতৃত্বে পলাশের বাড়িতে যায় চাকদা থানার পুলিশ । সেইসময় বাড়িতে ছিলেন পলাশের স্ত্রী মৌমিতা ও তাঁদের দুই ছেলে । পলাশকে না পেয়ে মৌমিতাকে উদ্দেশ করে SDPO বলেন, "বাচ্চারা আছে । দেখছে । বাবা এমন কাজ করে এসেছে ! " তা শুনে মৌমিতা কিছু কথা বলেন । এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন SDPO । বলেন, "কী করে এসেছে ? এমনি এসেছি ? সারাজীবন ওকে বোঝাব । যা মার মারব ওকে । কী করেছে ? নিজের সোনার চাঁদ স্বামীকে জিজ্ঞাসা করবে কী করেছে ।" এরপরই মৌমিতার সামনে পলাশের নামে গালিগালাজ করেন SDPO । বলেন, "রোজ এখানে আসব । সেই ব্যবস্থা করব 6 মাস পরে এমনিই যাতে অন্ধ হয়ে যায় । পায়ের তলায় মেরে মেরে গ্যাং রিং করব । যেরকম পুলিশের রক্ত ঝরিয়েছে, মেরে মেরে গ্যাং রিং করাব । ছেড়ে দেব । 6 মাসে এমনিই অন্ধ হয়ে বাড়িতে বসে থাকবে । ভালো করে বোঝাব । দেখে নে, এটাই তোর সোনার চাঁদ বর কি না । পুলিশের সঙ্গে মারমারির শখ । আমি ওকে ভালো করেই বুঝিয়ে দেব ।"
মৌমিতার বক্তব্য, এরপর থেকেই আতঙ্কে কাটছে তাঁদের । দুই ছেলেও ত্রস্ত হয়ে রয়েছে । তিনি বলেন, "ঘরে ঢুকে দুই ছেলের সামনে খুবই নোংরা ভাষায় গালিগালাজ করেন । আমি মনে করি, তাঁর গায়ে যে পোশাক রয়েছে, সেটির অবমাননা করেছেন SDPO । এটা একজন পুলিশের থেকে আশা করি না । কারণ, আমরা তাঁদের যতটা শ্রদ্ধা করি সেই শ্রদ্ধার জায়গাটা উনি রাখেননি । এই ভয়ে আমার দুই ছেলের জ্বর । বলছে, মা তোমাকে কিছু করবে না তো ! তোমাকে তুলে নিয়ে যাবে না তো ? আমি বাড়িতে ভয়ে থাকতে পারছি না । নিয়ে যেতেই পারে তো ।" তাঁর দাবি, BJP করায় পলাশকে ফাঁসাচ্ছে পুলিশ ।