রানাঘাট, 1 সেপ্টেম্বর:রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় যে সমস্ত পুলিশ আধিকারিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করেছিল তাঁদের সংবর্ধনা দেওয়া হল জেলা পুলিশের তরফে ৷ শুক্রবার পুলিশ দিবস উপলক্ষে ওই পুলিশ আধিকারিকদের রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে সংবর্ধনা প্রদান করলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান ।
দেশজুড়েই 1 সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করা হয় । এই দিনটিকে মাথায় রেখেই পাঁচজন সাহসী পুলিশ অফিসারকে সাহসিকতার জন্য সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রানাঘাট পুলিশ পুলিশ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে । এদিন রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতি, সাব ইন্সপেক্টর আলতাব হোসেন, সাব-ইন্সপেক্টর জয়ন্ত ঠাকুর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রতন কুমার রায় এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মলয় কুমার সাহাকে সংবর্ধনা দেওয়া হয় ৷
তবে শুধু ওই পাঁচ পুলিশ আধিকারিকই নন অন্যান্য কাজে দক্ষতার জন্য কয়েকজন সিভিক ভলেন্টিয়ার কেউ সংবর্ধনা দেয়া হয় এদিন ৷ তাদের হাতে প্রশংসাপত্র তুলে দেন পুলিশ সুপার ডক্টর কে কান্নান । এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত-সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা । উল্লেখ্য, গত মঙ্গলবার এক নামী সংস্থার সোনার দোকানে ডাকাতির খবর পেয়েই তিনজন পুলিশ কমনস্টেবলকে নিয়ে এলাকায় যান রানাঘাট থানার এএসআই রতনকুমার রায় ৷ পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াইও হয়, তার পরে ধরা পড়ে দুষ্কৃতীরা ৷
আরও পড়ুন:'মান বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে ডাকাতদের সঙ্গে গুলির লড়াই করেছি', বললেন এএসআই রতন রায়
এদিন রানঘাট জেলা পুলিশ সুপার ডক্টর কে কান্নান বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনে রানাঘাটকে পুলিশ জেলা হিসেবে ঘোষণা করার পর থেকেই আমরা দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করি । এদিনের এই অনুষ্ঠান পুলিশের শারীরিক পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় ।" পাশাপাশি রানাঘাটে যারা সাহসিকতার পরিচয় দিয়ে ডাকাত দলকে গ্রেফতার করেছে তাদের সংবর্ধনা দেওয়া হয় ।