পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইলেকট্রিক চুল্লির সামনে ক্যামেরা, অ্যাপে দেখা যাবে শেষকৃত্য - Ranaghat

ইলেকট্রিক চুল্লির সামনে বসল ক্যামেরা । শ্মশানে না থেকেও পাশে থাকা যাবে পরিজনের ।

Ranaghat
Ranaghat

By

Published : Mar 14, 2020, 6:35 PM IST

Updated : Mar 17, 2020, 12:04 AM IST

নদিয়া, 14 মার্চ : ইলেক্ট্রিক চুল্লির সামনে বসল ক্যামেরা । শ্মশানে না থেকেও পাশে থাকা যাবে পরিজনের । এই উদ্যোগ রাজ্যে প্রথমবারের জন্য নিল রানাঘাট পৌরসভা । পৌরসভা থেকে খোলা হয়েছে একটি অ্যাপও ।

নদিয়া রানাঘাট পৌরসভার চূর্ণী নদী সংলগ্ন একটি ইলেকট্রিক চুল্লি রয়েছে । তাতেই বসানো হয়েছে ক্যামেরা । যে কারও শেষকৃত্যের ভিডিয়ো প্রয়োজনে রেকর্ডিং হবে ক্যামেরাটিতে । যা সরাসরি দেখতে পাবে যে কেউ ।

অনেকেই দেশের বাইরে থাকেন । কারও মৃত্যু হলেও পরিস্থিতি কারণে ফিরতে পারেন না দেশে । এক রাজ্য থেকে অন্য রাজ্যের ক্ষেত্রেও অনেক সময় এমন হয়ে থাকে । কিন্তু পরিজনকে শেষ বার দেখার আশা থাকে প্রত্যেকেরই । অনেকেই নিয়মকাননের জন্য উপস্থিতও থাকতে চান শেষকৃত্যে । সেই সকলের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিল রানাঘাট পৌরসভা । মোবাইলে পৌরসভার অ্যাপটি নিলেই এই ভিডিয়ো লাইভ দেখতে পারবেন তাঁরা ।

দেখুন কী বললেন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান

রানাঘাট পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী । রানাঘাট পৌরসভার চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই অনেকে মোবাইলে এই অ্যাপটি ব্যবহার করে লাইভ ভিডিয়ো দেখেছেন ।

Last Updated : Mar 17, 2020, 12:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details