পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের পাশে রানাঘাটের সাংসদ - ঘূর্ণিঝড় যশ

টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের পাশের রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ৷ শুক্রবার উপদ্রুত এলাকা ঘুরে দেখেন তিনি ৷ বিলি করেন ত্রিপল ৷ পাশে থাকার আশ্বাস দেন ৷

WB_NAD_02_SANTIPUR_JAGANATH_SARKAR_WB10029
টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের পাশে রানাঘাটের সাংসদ

By

Published : May 29, 2021, 5:44 PM IST

শান্তিপুর, 29 মে :ঘূর্ণিঝড় যশ আসার আগেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় তাণ্ডব চালিয়েছে টর্নেডো ! যা আমাদের রাজ্য়ে তো বটেই, গোটা দেশেই কার্যত অপ্রত্যাশিত ৷ মিনি টর্নেডোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় নদিয়ার শান্তিপুর বিধানসভা এলাকার একাধিক গ্রাম ৷ ভেঙে লন্ডভন্ড হয়ে যায় কয়েকশো কাঁচা বাড়ি ৷ নষ্ট হয়ে যায় যন্ত্রচালিত তাঁত ৷ রাস্তার উপর ভেঙে পড়ে একাধিক বিদ্যুতের খুঁটি ৷ ফলে বিদ্য়ুতের সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায় যায় ৷ এই খবর পেয়েই ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শনে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ৷

শুক্রবার উপদ্রুত এলাকা ঘুরে দেখা ছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের হাতে একটি করে ত্রিপল তুলে দেন সাংসদ ৷ কথা বলেন বাড়ির সকলের সঙ্গে ৷ দেন পাশে থাকার আশ্বাস ৷ দুর্যোগের পর তিনি এভাবে এলাকায় এসে তাঁদের পাশে দাঁড়ানোয় খুশি স্থানীয় বাসিন্দারাও ৷

ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল বিলি করেন সাংসদ ৷

আরও পড়ুন :কেন যশ আসার আগেই হুগলিতে মিনি টর্নেডো ?

এই প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘‘আমার কাছে খবর আসে, শান্তিপুরে একাধিক জায়গায় টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ আমি ক্ষতিগ্রস্তদের ত্রিপল বিতরণ করেছি ৷ আগামী দিনে যাতে তাঁদের আর্থিক সাহায্য করা যায়, সেই প্রচেষ্টা চালাচ্ছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details