রানাঘাট, 31 ডিসেম্বর :কামরায় ছড়িয়ে ছিটিয়ে নোংরা ৷ বাথরুমের জল গড়াচ্ছে কামরার ভেতর ৷ দুর্গন্ধে টেকা দায় ৷ রানাঘাট থেকে ওঠা মুর্শিদাবাদ-শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারের যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতির মধ্যে যাতায়াত করতে হয় ৷ একে ভিড় তাই অস্বাস্থ্যকর পরিবেশ ৷ তাই আজ সকালে শিয়ালদার যাত্রীদের জন্য অন্য ট্রেন দেওয়ার দাবিতে রানাঘাট স্টেশনে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা (Rail Block in Ranaghat)৷
রানাঘাটে স্টেশনে লালগোলা প্যাসেঞ্জার ঢোকে সকাল 7:10 মিনিট । রানাঘাট ও আশপাশের এলাকায় কাজের সূত্রে কলকাতায় যাওয়া বেশিরভাগ মানুষ এই ট্রেনে যাতায়াত করেন ৷ রানাঘাট থেকে ওঠা যাত্রীদের অভিযোগ, ট্রেনটি ভীষণ নোংরা ৷ যে কারণে দুর্গন্ধ বের হয় । যে কারণে ট্রেনে ওঠা নামায় সমস্যা হয় ৷ তাঁদের দাবি, এই অস্বাস্থ্যকর পরিবেশে যাতায়াত করলে মানুষ অসুস্থ হয়ে পড়বে । এতাঁদের আরও অভিযোগ, মুর্শিদাবাদ থেকে আসা লালগোলা প্যাসেঞ্জারের যাত্রীরা কোনও নিয়ম মানেন না ৷ কারও মুখে মাস্ক থাকে না (agitation in ranaghat station) ।