পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mayapur Radhastami: মায়াপুর ইসকন মন্দিরে পালিত হচ্ছে রাধাষ্টমী - Radhastami at Mayapur

মায়াপুর ইসকনে ধুমধাম করে পালিত হচ্ছে রাধাষ্টমী (Mayapur ISKCON Radhastami) ৷ শনিবার আধিবাসের অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে রাধাষ্টমীর উৎসব ৷

radhastami-celebrates-in-mayapur-iskcon
radhastami-celebrates-in-mayapur-iskcon

By

Published : Sep 4, 2022, 12:20 PM IST

মায়াপুর, 4 সেপ্টেম্বর: মহাসমারোহে মায়াপুর ইসকন মন্দিরে পালিত হচ্ছে রাধাষ্টমী (Radhastami at Mayapur) ৷ বিগত দু’বছর করোনার জন্য নিয়ম রক্ষার্থে রাধাষ্টমীর অনুষ্ঠান হলেও, তা ছিল বর্ণহীন ৷ কিন্তু, এ বছর অতিমারির প্রভাব কমায় ফের জাঁকজমকের সঙ্গে রাধাষ্টমীর উৎসব পালিত হচ্ছে মায়াপুর ইসকনে ৷

শনিবার অধিবাসের আচারের মাধ্যমে রাধাষ্টমীর পুজো শুরু হয় মায়াপুর ইসকনে (International Society for Krishna Consciousness) ৷ আজ ভোররাত থেকে রীতি মেনে রাধাকৃষ্ণের মঙ্গল আরতীর মধ্যে দিয়ে রাধাষ্টমীর পুজো শুরু হয়েছে ৷ ইসকনে দিনভর একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ রাত 10টা পর্যন্ত ইসকনে (ISKCON) রাধাষ্টমীর অনুষ্ঠান চলবে ৷ গতকাল থেকেই ভক্ত সমাগত হতে শুরু করেছে ইসকনের মন্দিরে ৷

মায়াপুর ইসকন মন্দিরে পালিত হচ্ছে রাধাষ্টমী

আরও পড়ুন:দোলে লক্ষাধিক ভক্তের ঢল মায়াপুরের ইসকন মন্দিরে

সংক্রমণের কারণে গত 2 বছর মায়াপুর ইসকনে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল ৷ ফলে দোল, জন্মাষ্টমী ও রাধাষ্টমীতে ইসকনে আসতে পারেননি ভক্তরা ৷ ফলে এ বছর থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায়, ভক্তদের ভিড় চোখে পড়ার মতো ৷ দেশ এমনকী বিদেশ থেকেও বহু পুণ্যার্থী রাধাষ্টমীর উৎসবে মায়াপুর ইসকনে আসছেন ৷ তাঁদের জন্য মহাপুজোর প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে ৷ আর ভক্ত সমাবেশকে ঘিরে ইসকনে নিরাপত্তা ব্যবস্থাও কড়াকড়ি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details