তাহেরপুর, 23 ফেব্রুয়ারি : পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ । ঘটনায় উত্তেজনা ছড়াল নদিয়ার তাহেরপুরের বাদকুল্লা এলাকায় । হাতেনাতে ধরা পড়ে স্থানীয় মানুষের কাছে বেধড়ক মারধর খেল পাম্প কর্তৃপক্ষ ।
ঘটনার সূত্রপাত আজ সকালে । বাদকুল্লা এলাকায় একটি পেট্রোল পাম্পে সকালে তেল ভরতে যান রামপদ দাস নামে এক ক্রেতা । অভিযোগ, 100টাকার বিনিময়ে মাত্র 500-600 মিলিলিটার তেল দেওয়া হয় তাঁকে । এই বিষয়ে জানতে পেরে পেট্রোল পাম্পে পৌঁছান স্থানীয় রাজনৈতিক নেতা রাজেশ সরকার । তিনি পাম্পের কর্মচারীদের জিজ্ঞাসা করেন, কেন এরকম করা হচ্ছে? তাঁরা জানায় এই বিষয়ে কর্তৃপক্ষ সব সিদ্ধান্ত নেয় ।