নদিয়া, 29 সেপ্টেম্বর : এবার শাড়িতেও কোরোনা ভাইরাস । পুজোর আগে চমক দিতে কোরোনা ভাইরাসের ছবি আঁকা শাড়ি তৈরি করলেন নদিয়ার শান্তিপুরের তাঁত ব্যবসায়ী । শাড়িটির নাম দেওয়া হয়েছে কোরোনা 2020 ।
দেশে কোরোনা সংক্রমণ ছড়িয়ে যাওয়ার পর অনেকটাই পালটে গেছে মানুষের জীবনযাত্রা । দীর্ঘদিন গোটা দেশের পরিবহণ ব্যবস্থা বন্ধ থাকার কারণে থমকে গেছে অর্থনীতির চাকা । কোরোনা এবং তা রুখতে লকডাউনের জেরে এক সময় প্রায় বন্ধের মুখে পড়েছিল তাঁত শিল্প । তবে এই ভাইরাসকেই এখন হাতিয়ার করে ঘুরে দাঁড়াতে চাইছে শান্তিপুরের তাঁতিরা । সেখানকারই এক তাঁত ব্যবসায়ীর এবারের পুজোর চমক কোরোনা শাড়ি ।
দীর্ঘ 50 বছর ধরে তাঁতের শাড়ির ব্যবসা করছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা অরুণকুমার ঘোষ । তিনি জানিয়েছেন, "এর আগেও কলকাতার ঘোড়ায় চলা ট্রামের দৃশ্য ফুটিয়ে তুলেছিলেন তাঁতের শাড়িতে । সেই শাড়ি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল । পরবর্তীকালে কার্গিল যুদ্ধে ব্যবহৃত বোফর্স কামানের নাকশা এঁকে শাড়ি বানাই । দেশজুড়ে রমরমিয়ে চলেছিল সেই শাড়ি । মূলত বর্তমান পরিস্থিতিতে কী চলছে তার ওপরেই ভিত্তি করে আমরা অনেক সময় শাড়ি তৈরি করি । সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার কোরোনা শাড়ি তৈরি করার ভাবনা আসে । কারণ বর্তমানে বিশ্বজুড়ে শুধু একটাই নাম কোরোনা । সেই কারণেই শাড়িতে কোরোনা ভাইরাসের নকশা করেছি ।