পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনার জেরে ক্ষতির মুখে নদিয়ার ছাপাখানা ও কার্ড ব্যবসায়ীরা - নদিয়ার কার্ড ব্যবসায়ীদের উপর কোরোনা প্রভাব

ক্যালেন্ডার কিংবা নতুন ডায়েরি বিক্রি হয় এই নববর্ষের আগেই । কিন্তু এ বছর ডায়েরি বা ক্যালেন্ডারের অর্ডার অনেকটাই কম । ফলে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা । ছোট-বড় ছাপাখানাগুলি বন্ধ থাকায় যে পরিমাণ অর্ডার হচ্ছে তার যোগান দেওয়া যাচ্ছে না ।

Nadia
ক্ষতির মুখে নদিয়ার ছাপাখানা ও কার্ড ব্যবসায়ীরা

By

Published : Jan 1, 2021, 11:53 AM IST

Updated : Jan 1, 2021, 12:16 PM IST

কৃষ্ণনগর , 1 জানুয়ারি : 2020 সালে কোরোনার কারণে বিভিন্ন ক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে । বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে । বহু কোম্পানি বন্ধ হয়ে গেছে , চাকরি হারিয়েছেন অনেকে । দিন আনা দিন খাওয়া মানুষগুলির রুজি রোজগার বন্ধ হয়ে গেছে । বিভিন্ন ব্যবসায় অনেকটাই ক্ষতি হয়েছে । সেরকমই এবার ক্ষতির মুখে ছোট-বড় ছাপাখানার মালিক থেকে নদিয়ার ক্যালেন্ডার ও গ্রিটিংস কার্ড ব্যবসায়ীরা ।

ক্যালেন্ডার কিংবা নতুন ডায়েরি বিক্রি হয় এই নববর্ষের আগেই । কিন্তু এ বছর ডায়েরি বা ক্যালেন্ডারের অর্ডার অনেকটাই কম । যদিওবা কয়েকজন অর্ডার দিচ্ছেন, সেই অর্ডারের ভিত্তিতে জোগান দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে । ব্যবসায়ীদের মতে কলকাতায় যে বড় ছাপাখানাগুলি রয়েছে, তাদের অধিকাংশই লকডাউন এবং কোরোনার কারণে বন্ধ হয়ে পড়ে রয়েছে । সেই কারণে অর্ডার অনুযায়ী জোগান দেওয়া যাচ্ছে না ।

গোটা নদিয়া জেলাজুড়ে প্রায় এক হাজারেরও বেশি কর্মী এই ছোট-বড় ছাপাখানার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন । যদিও লকডাউনের কারণে অধিকাংশ কর্মীদের কাজ বন্ধ হয়ে গেছে । শুধুমাত্র মালিকরাই নিজেরা যতটা পারছেন, এই কাজ করে যাচ্ছেন । আবার কয়েকটি ছাপাখানা খোলা থাকলেও কর্মীর অভাবে কাজ বন্ধ ।

ক্ষতির মুখে ছাপাখানা মালিকরা

সঞ্জীব মাহাত নামে এক ছাপাখানা মালিকের কথায়, "এবার পরিস্থিতি খুবই খারাপ । এই ছাপাখানার উপর আমাদের সংসার চলে । এ বছর কোরোনার জন্য তো একদমই অর্ডার নেই তাও বা যা অর্ডার পেয়েছিলাম সেটারও জোগান দিতে পারেনি ।"

আরও পড়ুন,দলবদলের আবহে এবার কি ফিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ?

ব্যবসায়ীরা জানাচ্ছেন, যে সমস্ত ক্যালেন্ডার বা ডায়েরি ছাপা হয়েছে, সেগুলি দোকানেই পড়েই নষ্ট হচ্ছে । কারণ, এখন যদি এগুলি বিক্রি না হয়, তাহলে এগুলি আর পরে বিক্রি হবে না । তাই লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন ব্যবসায়ীরা ।

Last Updated : Jan 1, 2021, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details