জুয়ার ঠেকে ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ নদিয়ার হাঁসখালি হাঁসখালি, 21 অগস্ট: ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠল নদিয়ার হাঁসখালি ৷ অভিযোগ জুয়ার ঠেকে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করা হয়েছে ৷ আর এই ঘটনার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠল নদিয়ার হাঁসখালির বগুলা ৷ টায়ার জ্বালিয়ে বগুলার রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা ৷ যদিও, প্রশাসনের দাবি ওই ব্যক্তি পুলিশের ভয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন ৷ পালটা স্থানীয়দের অভিযোগ স্থানীয় এক দুষ্কৃতী কার্তিক পুলিশের মদতে একাধিক জুয়ার ঠেক চালায় ৷ এ দিন ওই জুয়ার ঠেকে ভাঙচুর করে বিক্ষোভকারীরা ৷
ঘটনায় মৃত কৃষ্ণপদ মণ্ডলের পরিবার অভিযোগ করেছে, কার্তিক রবিবার রাতে তাঁকে ডেকে নিয়ে যান ৷ এর কয়েক ঘণ্টা পর বাড়িতে ফোন করে পুলিশ ৷ জানানো হয়, কৃষ্ণপদ মণ্ডল দুর্ঘটনায় আহত হয়েছেন ৷ তাঁকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ সেই খবর পেয়ে পরিবারের সদস্যরা হাঁসখালি থানায় পৌঁছায় ৷ সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন মৃত্যু হয়েছে কৃষ্ণপদ মণ্ডলের ৷ তাঁদের বলা হয়, জুয়ার ঠেকে পুলিশ অভিযান চালিয়েছিল ৷ সেই সময় পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে যান ওই ব্যক্তি ৷ এর পর হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয় ৷
যদিও, পুলিশের এই দাবি মানতে নারাজ পরিবার এবং স্থানীয় লোকজন ৷ অভিযোগ কার্তিক নামে ওই দুষ্কৃতী কৃষ্ণপদ মণ্ডলকে হত্যা করেছে ৷ তাঁর গ্রেফতারির দাবিতে, এ দিন সকাল থেকে বিক্ষোভ আন্দোলন শুরু করেন স্থানীয়রা ৷ তাদের আরও অভিযোগ পুলিশের মদতেই কার্তিক বগুলা এলাকায় একাধিক জুয়ার ঠেক চালায় ৷ তাই পুলিশ কার্তিককে আড়াল করছে ৷ অভিযুক্তকে গ্রেফতার এবং এলাকার সকল জুয়ার ঠেক ভাঙার দাবি আজ সকাল থেকে এলাকায় বিক্ষোভ দেখা শুরু করে স্থানীয়রা ৷ রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ ৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হয় বিক্ষোভকারীরা ৷ এমনকি একটি জুয়ার ঠেকে ভাঙচুর চালানো হয় ৷
আরও পড়ুন:রাস্তায় পাম্প বসিয়ে চলছে জল বের করার কাজ, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের
এ বিষয়ে মৃত কৃষ্ণপদ মণ্ডলের জামাই তন্ময় রায় বলেন, ‘‘পুলিশ টাকা নিয়ে এই জুয়ার বোর্ডগুলির মদত দিচ্ছে ৷ আমার শ্বশুরকে খুন করা হয়েছে ৷ যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়, ততক্ষণ অবরোধ চলবে ৷’’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভকারীদের আশ্বাস দেয়, দ্রুত জুয়ার ঠেকগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ পাশাপাশি, কৃষ্ণপদ মণ্ডলের মৃত্যুর তদন্তের আশ্বাসও দেয় পুলিশ প্রশাসন ৷ তার পরেই অবরোধ তোলে বিক্ষোভকারীরা ৷