কল্যাণী, 22 জানুয়ারি: মহাভারতে অর্জুন বৃহন্নলা রূপ ধরে বিরাট রাজার পুত্র কুমার উত্তরকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করেন ৷ বিরাট রাজ্যের প্রধান সম্পদ গোরুগুলিকে চুরি করে কৌরবরা নিয়ে যেতে গেলে বৃহন্নলাবেশ ধারণ করা অর্জুন তাদের যুদ্ধে পরাজিত করেন ৷ এখনও বৃহন্নলারা লড়াই করে ৷ কিন্তু সে লড়াই নিজেদের এলাকা দখলের জন্য ৷ এরকমই এক ঘটনা নদিয়ার কল্যাণীতে ৷ বৃহন্নলাদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে গভীর রাতে বোমাবাজির ঘটনা ৷ গোটা এলাকায় উত্তেজনা ৷
জঙ্গলে এলাকা দখলের জন্য় লড়াই করে হাতি থেকে অন্যান্য পশু ৷ লোকালয়েও সারমেয়কুল খাদ্যের জন্য এলাকা দখল রাখতে লড়াই করে ৷ প্রাণীকুলের এই অভ্যাস অভিযোজনের পরেও মানুষের মধ্যেও রয়ে গিয়েছে কিনা তা বিজ্ঞানীরা বলতে পারবেন ৷ তবে রাজনৈতিক দলের মধ্যেও এখন রাজ্য়ে প্রায়ই এলাকা দখলের লড়াই সংবাদ শিরোনামেও জায়গা পায় ৷ এমনকি একই দলের হয়েও দুই পরস্পর গোষ্ঠীরও লড়াই আকছার ঘটনা ৷ তবে বৃহন্নলাদের মধ্যেও যখন এলাকা দখলের লড়াই বাধে তখন তার আকস্মিকতায় চিন্তিত সাধারণ মানুষ ৷ বৃহন্নলাদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। বিবাদের জেরে গভীর রাতে বোমাবাজির অভিযোগ।ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানা এলাকায় ৷ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে থানার সামনে বিক্ষোভ এক বৃহন্নলা গোষ্ঠীর। ।