পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কম খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ির শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ - food distribution

নদিয়ার কৃষ্ণনগরের ঝিটকিপোতা পূর্বপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণ চলছিল । প্যাকেট করা খাবারের পরিমাণ দেখে সন্দেহ হয় স্থানীয়দের । তাঁরা নিজেদের ওজন যন্ত্রে মেপে দেখেন চাল, ডাল, আলু প্রতিটি ক্ষেত্রেই খাদ্য সামগ্রী পরিমাণে কম দেওয়া হচ্ছে । এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

PROTEST
বিক্ষোভ স্থানীয়দের

By

Published : Apr 21, 2020, 3:34 PM IST

নদিয়া, 21 এপ্রিল: সরকারি নির্দেশিকা অমান্য করে কম পরিমাণে খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । নদিয়ার কৃষ্ণনগরের ঝিটকিপোতা পূর্বপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ।

সরকারি নির্দেশ অনুযায়ী, রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের জন্য দু'কেজি চাল, দু'কেজি আলু এবং 300 গ্রাম মুসুরির ডাল দেওয়া হয় । সেই মতো নদিয়ার কৃষ্ণনগরের ঝিটকিপোতা পূর্বপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও খাদ্যসামগ্রী বিতরণ চলছিল । কিন্তু প্যাকেট করা খাবারের পরিমাণ দেখে সন্দেহ হয় স্থানীয়দের । তাঁরা নিজেদের ওজন যন্ত্রে মেপে দেখেন চাল, ডাল, আলু প্রতিটি ক্ষেত্রেই খাদ্যসামগ্রী পরিমাণে কম দেওয়া হচ্ছে । এরপরেই এলাকাবাসী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষাকার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কৃষ্ণনগর থানার পুলিশ । স্থানীয়দের অভিযোগ, এর আগেও অঙ্গনওয়াড়ির ওই শিক্ষিকা একাধিক কারচুপিতে অভিযুক্ত । যদিও স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা বলেন, "ওজন মেশিনে কিছুটা হলেও সমস্যা ছিল । যাদের কম দেওয়া হয়েছে তাদের পুনরায় আবার খাদ্যসামগ্রী দেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details