পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সমস্যার সমাধান, চারমাস পর নদিয়ায় তৈরি বেইলি ব্রিজ - Bailey Bridge was inaugurated in Nadia

নদিয়ায় উদ্বোধন করা হল বেইলি ব্রিজ ৷ চার মাস আগে নদিয়ার বেদনা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘাগারচর এলাকার রাজ্য সড়ক সংযোগকারী একটি ব্রিজ ভেঙে যায়৷ জেলা প্রশাসন এবং জেলা পরিষদের কাছে সমস্যা সমাধানের জন্য আবেদন জানায় ওই এলাকার বাসিন্দারা ৷ অবশেষে চারমাস পর মিলল সমাধান ৷

নদিয়া
নদিয়া

By

Published : Sep 9, 2020, 10:31 PM IST

হাঁসখালি, 9 সেপ্টেম্বর : অবশেষে সমস্যার সমাধান ৷ চার মাস আগে নদিয়ার বেদনা গোবিন্দপুর গ্রামপঞ্চায়েতের ঘাগারচর এলাকার রাজ্য সড়ক সংযোগকারী ব্রিজ ভেঙে পড়ে ৷ তারপর থেকেই নতুন অস্থায়ী ব্রিজের কাজ চলছিল ৷ আজ সেখানেই অস্থায়ীভাবে বেইলি ব্রিজের উদ্বোধন করা হয় ৷ ব্রিজের উদ্বোধন করেন নদিয়া জেলা পরিষদের সভাপতি রিক্তা কুন্ডু ও জেলাশাসক বিভু গোয়েল ৷ আজ বেলা 12টা নাগাদ ব্রিজটি উদ্বোধন করা হয় ৷ এটিই প্রথম নদিয়ায় বেইলি ব্রিজ ।

মূলত নদিয়ার বাদকুল্লা ও হাঁসখালির মধ্যে যাতাযাতের একমাত্র যোগাযোগ পথ হল এই ব্রিজ । প্রতিদিন প্রায় শতাধিক মানুষ যাতায়াত করে এই ব্রিজ দিয়ে। কয়েক মাস আগে বর্ষার কারণে ব্রিজটি ভেঙে যায় ৷ যার জেরে বাদকুল্লা ও হাঁসখালির মধ্যে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা । যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে চরম ভোগান্তির শিকার হয় ওই দুই এলাকার মানুষ । রাস্তা পার হওয়ার জন্য প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের তরফ একটি বাসের সাঁকো তৈরি করা হয় । সেই সঙ্গে জেলা প্রশাসন এবং জেলা পরিষদের কাছেও সমস্যার সমাধানের জন্য আবেদন করা হয় । অবশেষে দুই মাস পর জেলা প্রশাসন ও জেলা পরিষদের তরফে অস্থায়ী বেইলি ব্রিজ তৈরির কথা ঘোষণা করা হয় ।

সমস্যার সমাধান

সেই মতো গার্ডেনরিচ এর একটি সংস্থাকে ব্রিজ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। দেড় মাসের প্রচেষ্টায় বেইলি ব্রিজটি তৈরি করেন তারা । এ নিয়ে নদিয়ার জেলাশাসক, বিভু গোয়েল বলেন, "কয়েকমাস ধরেই এই এলাকার মানুষ ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে সমস্যায় ভুগছিলেন । জেলা পরিষদ এবং ইঞ্জিনিয়ারদের উদ্যোগে দেড় মাসের মধ্যে বেইলি ব্রিজটি তৈরি করেছেন তারা । ব্রিজটি 40টন ওজন বহন করতে সক্ষম । নদিয়াতে এই ধরণের ব্রিজ প্রথম নির্মাণ করা হয়েছে ।"

নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু বলেন, "কয়েক মাস আগে সেখানকার স্থানীয় বাসিন্দারা ব্রিজটি ভেঙে যাওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তৎক্ষণাৎ জেলাশাসকের সঙ্গে কথা বলে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি । যেহেতু এই ব্রিজটি স্থানীয় বাসিন্দাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তাই সেই কথা মাথায় রেখেই সাময়িকভাবে এই ব্রিজটি তৈরি করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details