হাঁসখালি, 9 সেপ্টেম্বর : অবশেষে সমস্যার সমাধান ৷ চার মাস আগে নদিয়ার বেদনা গোবিন্দপুর গ্রামপঞ্চায়েতের ঘাগারচর এলাকার রাজ্য সড়ক সংযোগকারী ব্রিজ ভেঙে পড়ে ৷ তারপর থেকেই নতুন অস্থায়ী ব্রিজের কাজ চলছিল ৷ আজ সেখানেই অস্থায়ীভাবে বেইলি ব্রিজের উদ্বোধন করা হয় ৷ ব্রিজের উদ্বোধন করেন নদিয়া জেলা পরিষদের সভাপতি রিক্তা কুন্ডু ও জেলাশাসক বিভু গোয়েল ৷ আজ বেলা 12টা নাগাদ ব্রিজটি উদ্বোধন করা হয় ৷ এটিই প্রথম নদিয়ায় বেইলি ব্রিজ ।
মূলত নদিয়ার বাদকুল্লা ও হাঁসখালির মধ্যে যাতাযাতের একমাত্র যোগাযোগ পথ হল এই ব্রিজ । প্রতিদিন প্রায় শতাধিক মানুষ যাতায়াত করে এই ব্রিজ দিয়ে। কয়েক মাস আগে বর্ষার কারণে ব্রিজটি ভেঙে যায় ৷ যার জেরে বাদকুল্লা ও হাঁসখালির মধ্যে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা । যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে চরম ভোগান্তির শিকার হয় ওই দুই এলাকার মানুষ । রাস্তা পার হওয়ার জন্য প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের তরফ একটি বাসের সাঁকো তৈরি করা হয় । সেই সঙ্গে জেলা প্রশাসন এবং জেলা পরিষদের কাছেও সমস্যার সমাধানের জন্য আবেদন করা হয় । অবশেষে দুই মাস পর জেলা প্রশাসন ও জেলা পরিষদের তরফে অস্থায়ী বেইলি ব্রিজ তৈরির কথা ঘোষণা করা হয় ।