পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফান দাপটে ভেঙে পড়েছে পোল্ট্রি ফার্ম, লাখ টাকার ক্ষতি যুবকের - আমফান

নদিয়ার শান্তিপুরের বাসিন্দা মিঠুন বসাক । জমানো টাকা দিয়ে একটি পোলট্রি ফার্ম বানিয়েছিলেন । আমফানের দাপটে সেই ফার্ম নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তিনি ।

ছবি
ছবি

By

Published : May 23, 2020, 3:33 PM IST

শান্তিপুর, 23 মে : দীর্ঘদিনের উপার্জিত টাকায় একটি পোল্ট্রি ফার্ম বানিয়েছিলেন এক যুবক । কয়েক লাখ টাকা খরচ হয়েছিল তাতে। এক রাতের ঘূর্ণিঝড়ে সব শেষ হয়ে গেল । শুধু তাই নয়, মারা গেছে ফার্মের কয়েক হাজার মুরগি । ফলে, ব্যাপক ক্ষতির মুখে যুবক।

নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বাসিন্দা মিঠুন বসাক। বয়স 27 বছর । বছর সাতেক আগে তিনি শুরু করেন একটি পোল্ট্রি ফার্ম । এর মধ্যে কয়েকটি ঘর লাখ টাকা খরচ করে তিনি বানিয়েছিলেন । ঘরগুলিতে মুরগি ভরতি ছিল । কিন্তু আমফানের দাপটে এক রাতেই সব স্বপ্ন শেষ ।

ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে গোটা পোল্ট্রি ফার্ম । ফার্মের ভিতর যে সব মুরগি ছিল সেসব মারা গেছে। এই অবস্থায় ওই যুবককের অনুরোধ, সরকার যদি সাহায্য করে তাহলে তিনি ঘুরে দাঁড়াতে পারবেন। না হলে কীভাবে আগামী দিন কীভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details