রামনগর, 15 সেপ্টেম্বর: 'হাফপ্যান্ট পড়ে প্রবেশ নিষেধ' পঞ্চায়েত অফিসের গেটের বাইরে এ হেন নোটিশ ঘিরে দেখা দিয়েছে বিতর্ক ৷ শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ সাত সকালে এই নোটিশ দেখে কার্যত অবাক এলাকার বাসিন্দা-সহ পঞ্চায়েতের কর্মীরাও। বিজেপি-র দাবি রাজ্যে তালিবানি শাসন কায়েক করতে চাইছে শাসক দল ৷ তবে বিরোধীদের মতকে গুরুত্ব দিতে রাজি নন পঞ্চায়েত প্রধান।
ঘটনাটি ঘটেছে, নদিয়ার রানাঘাট মহকুমার রামনগর ২ গ্রাম পঞ্চায়েতের অফিসে। বুধবার সকালে এই নোটিশ দেখে হকচকিয়ে যান সকলেই। পোশাকে কী যায় আসে, এই প্রশ্নও ওঠতে শুরু করেছে ৷ যদিও পঞ্চায়েত প্রধান সুজিত জোয়ারদার দাবি, দুয়ারে সরকার প্রকল্প ঘিরে গত একমাস যাবত বহু মানুষের আনাগোনা পঞ্চায়েত চত্বরে। এই সময় পোশাকের প্রতি দৃষ্টি না-দিয়ে অনেকেই অশালীন পোশাক পরে আসছেন বলে অভিযোগ। বিশেষত হাফ প্যান্ট বা বারমুডা পরার আধিক্য বেড়েছে। যেগুলি বেশ দৃষ্টিকটু এবং অভদ্র পোশাক বলেই মনে হয়েছে কর্তৃপক্ষের। বেশ কিছু মহিলাদের তরফে অভিযোগের ভিত্তি এই নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান পঞ্চায়েত প্রধান ৷