কলকাতা, 27 জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে 30 হাজার টাকা করে কাটমানি নিচ্ছেন বর্তমান পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য । বুধবার নদিয়ার শান্তিপুর পৌরসভার বিভিন্ন এলাকায় এই সংক্রান্ত পোস্টার দেওয়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । তবে শাহজাহান শেখ এই ঘটনায় তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন । এনিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ।
নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে সকাল থেকেই বিভিন্ন পোস্টার চোখে পড়ে সাধারণ মানুষের । যেখানে লেখা রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরপিছু গরিব মানুষদের কাছ থেকে কখনও 20 হাজার টাকা আবার কখনও 30 হাজার টাকা নিচ্ছেন বর্তমান পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য শাহজাহান শেখ । এই ঘটনার তীব্র নিন্দা জানাই । এই পোস্টার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে শান্তিপুর এলাকায় । অবশ্য পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য শাহজাহান শেখের দাবি, "এটা তৃণমূলের অপর গোষ্ঠীর চক্রান্ত । যেহেতু আমি অজয় দের ঘনিষ্ঠ এবং তাঁর মৃত্যুর পর শক্ত হাতে তৃণমূল কংগ্রেস দলটাকে জেলায় সামলাচ্ছি, সেই কারণেই অপর এক গোষ্ঠীর চক্ষুশূল হয়ে উঠেছি আমি । এর আগেও আমার বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করা হয়েছে, যাতে আমি নিজের জায়গা থেকে সরে দাঁড়াই । "