শান্তিপুর, 4 মে: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রাজনৈতিক হিংসা । এ বার সেই হিংসার শিকার একই গ্রামের 60টি পরিবার । রাতের অন্ধকারে নিজের জেলা ছেড়ে ভিটেমাটি ছেড়ে প্রাণে বেঁচে কোনওরকমে তারা আশ্রয় নিয়েছে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর এলাকায় ।
অভিযোগ, রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পরপরই বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত উদয়গঞ্জ গ্রামে রাজনৈতিক হিংসার শিকার হয় প্রায় 50 থেকে 60টি পরিবার । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খেলা হবে, ভয়ংকর খেলা হবে বলে স্লোগান দিয়ে ওই গ্রামে হামলা চালায় বলে অভিযোগ । অভিযোগ, একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর করা হয় ৷ বাড়িতে ঢুকে বিজেপি কর্মীদের পরিবারের একাধিক পুরুষ ও মহিলাদের মারধর করা হয়। এই ঘটনায় পরিবারের শিশুদেরকেও মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ তাই প্রাণে বাঁচতে রাতারাতি ওই 60টি পরিবার শান্তিপুর ব্লকের গয়েশপুরে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ ।