পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোষ্ঠীকোন্দল: শান্তিপুরে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ - শান্তিপুরে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ

মদ্যপানের আসরে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল আর এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ৷ রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত বিরোধ থেকে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

শান্তিপুরে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ
শান্তিপুরে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ

By

Published : May 4, 2021, 5:51 PM IST

নদিয়া, 4 মে: মদ্যপানের আসরে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হল এক তৃণমূল কর্মীর । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদকুড়ি গ্রামে ৷
ঘটনার পর জখম ব্যক্তিকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার জন্য সোমবার থানায় অভিযোগ জানানো সম্ভব হয়নি ৷ তবে মঙ্গলবার জখম তৃণমূল কর্মীর পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হবে বলে জানা গিয়েছে ৷

সোমবার বিকেলে গঙ্গার ধারে বাঁশ বাগানে একটি মদ্যপানের আসরে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মী মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারল ওই এলাকারই অপর এক তৃণমূল কর্মী । আহত করিম শেখ জানান, তাঁর পাড়ারই অপর এক তৃণমূল কর্মী কলিম মির্জা তাঁর মাথায় হঠাৎই কোপ মারে ৷ তার সঙ্গে দু’-তিনজন ছিলেন ৷ তাঁদের প্রত্যেককেই তিনি চেনেন । ঘটনার পরই তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আসা হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কোভিড পরিস্থিতির কারণে সোমবারই তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে ।

শান্তিপুরে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ অপর তৃণমূল কর্মীর বিরুদ্ধে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিলন হোসেনের একান্ত ঘনিষ্ঠ করিম শেখ । অভিযুক্ত করিম মির্জা, গত পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছিলেন ৷ লোকসভা ভোটে বিজেপির প্রচার করলেও, এবারে তৃণমূলের হয়ে প্রচার করেন । তবে এই ঘটনা রাজনৈতিক না ব্যক্তি শত্রুতা থেকে ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ । অভিযুক্ত গ্রাম থেকে পলাতক বলে খবর ৷

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা বর্ধমানে, হামলায় ঘরছাড়া বিজেপির 60 পরিবার

ABOUT THE AUTHOR

...view details