পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Porama Puja in Nabadwip : নবদ্বীপে মহাসমারোহে পালন বটবৃক্ষের আবির্ভাব তিথি - Nabadwip

108 ঘড়া জল ঢেলে মহাসমারোহে পালন করা হল নবদ্বীপের জাগ্রত পোড়ামা তলা বটবৃক্ষের আবির্ভাব তিথি (Porama Puja celebrated in Nabadwip)।

Porama Puja celebrated in Nabadwip
Porama Puja

By

Published : Jun 15, 2022, 4:10 PM IST

নবদ্বীপ, 15 জুন : প্রাচীন মন্দির নগরী নবদ্বীপ বৈষ্ণব ধর্মের মানুষের জন্য পুণ্য একটি স্থান । কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি এই নবদ্বীপে হাজার হাজার লোকের সমাগম ঘটে প্রতিবছর । বিশেষত দোলপূর্ণিমা এবং রাসপূর্ণিমাতে নবদ্বীপে প্রচুর ভক্তের সমাগম ঘটে । তবে দোলপূর্ণিমা বা রাখিপূর্ণিমা ছাড়াও একাধিক পুজোতে নবদ্বীপ শহর সেজে ওঠে । ঠিক তেমনই জগন্নাথের স্নানযাত্রা তিথিতে (Lord Jagannath Snan Yatra)সেজে উঠেছে মন্দির নগরী নবদ্বীপ । নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামা তলা বটবৃক্ষের পুনরাবির্ভাব হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন ।

মা পোড়ামার মূর্তিটি নীল সরস্বতীর মূর্তি । নবদ্বীপবাসী ভক্তি ও নিষ্ঠা সহকারে সারাবছর পূজার্চনা করে থাকেন পোড়ামায়ের । এই পোড়ামা মন্দিরের উপরে রয়েছে শতাধিক প্রাচীন একটি বটবৃক্ষ । প্রাচীনকালে এই বটবৃক্ষ কোন কারণে শুকিয়ে যায় । এর পরেই নবদ্বীপের পুরোহিত ও পণ্ডিতেরা বিভিন্ন হোম যজ্ঞ করে এবং 108 ঘড়া জল ঢেলে এই বটবৃক্ষকে আবার পুনর্জীবন দেন (Porama Puja celebrated in Nabadwip)।

পোড়ামা তলা বটবৃক্ষের আবির্ভাব তিথি তিথি

আরও পড়ুন :Lord Jagannath Snan Yatra : আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, পুণ্যতিথিতে মায়াপুরের রাজাপুর গ্রামে ভক্তের ঢল

মূলত, জগন্নাথ দেবের স্নানযাত্রা তিথিতেই নবদ্বীপের পোড়ামা তলা মন্দিরের বটবৃক্ষের পুনরাবির্ভাব ঘটে । সেই কারণে প্রতিবছর জগন্নাথ দেবের স্নানযাত্রা তিথিতেই নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়া মন্দিরে বটবৃক্ষে 108 ঘড়া জল ঢালা হয় । এদিন সকাল থেকেই ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো । অসংখ্য ভক্তরা এদিন সকাল থেকেই মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমান । অসংখ্য ভক্তের সমাগমে জমজমাট হয়ে ওঠে প্রাচীন মন্দির নগরী শ্রীধাম নবদ্বীপ ।

ABOUT THE AUTHOR

...view details