নবদ্বীপ, 15 জুন : প্রাচীন মন্দির নগরী নবদ্বীপ বৈষ্ণব ধর্মের মানুষের জন্য পুণ্য একটি স্থান । কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি এই নবদ্বীপে হাজার হাজার লোকের সমাগম ঘটে প্রতিবছর । বিশেষত দোলপূর্ণিমা এবং রাসপূর্ণিমাতে নবদ্বীপে প্রচুর ভক্তের সমাগম ঘটে । তবে দোলপূর্ণিমা বা রাখিপূর্ণিমা ছাড়াও একাধিক পুজোতে নবদ্বীপ শহর সেজে ওঠে । ঠিক তেমনই জগন্নাথের স্নানযাত্রা তিথিতে (Lord Jagannath Snan Yatra)সেজে উঠেছে মন্দির নগরী নবদ্বীপ । নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামা তলা বটবৃক্ষের পুনরাবির্ভাব হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন ।
মা পোড়ামার মূর্তিটি নীল সরস্বতীর মূর্তি । নবদ্বীপবাসী ভক্তি ও নিষ্ঠা সহকারে সারাবছর পূজার্চনা করে থাকেন পোড়ামায়ের । এই পোড়ামা মন্দিরের উপরে রয়েছে শতাধিক প্রাচীন একটি বটবৃক্ষ । প্রাচীনকালে এই বটবৃক্ষ কোন কারণে শুকিয়ে যায় । এর পরেই নবদ্বীপের পুরোহিত ও পণ্ডিতেরা বিভিন্ন হোম যজ্ঞ করে এবং 108 ঘড়া জল ঢেলে এই বটবৃক্ষকে আবার পুনর্জীবন দেন (Porama Puja celebrated in Nabadwip)।