রানাঘাট, 2 জুলাই: দীর্ঘদিন ধরেই বাংলাদেশের চিনিকল থেকে ছাড়া বর্জ্য পদার্থের জন্য দূষিত হচ্ছে নদিয়ার রানাঘাট শহরের চূর্ণী নদীর জল । বছরে দুই থেকে তিনবার এই বর্জ্য পদার্থ ছাড়া হয় জলে । যার ফলে চরম বিপাকে পড়েন চূর্ণী নদী তীরবর্তী অঞ্চলের হাজার হাজার বাসিন্দারা । এলাকার বাসিন্দারা বার বার প্রশাসনকে জানিয়েও ফল পাননি বলে অভিযোগ ।
জল দূষিত হওয়ার কারণে প্রচণ্ড দুর্গন্ধ বের হয় । যার ফলে নদীর পার্শ্ববর্তী বসতি এলাকায় টেকা দায় হয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের । বর্জ্য পদার্থ জলে ছাড়ার কারণে চূর্ণী নদীর জলে স্নান করা যায় না । আর যে সমস্ত ব্যক্তি তাঁদের অভ্যাসবশত নদীতে স্নান করেন, তাঁদের গায়ে দেখা দেয় মারাত্মক চর্মরোগ । ভুগতে হয় মাসের পর মাস । প্রশাসনের বিভিন্ন স্তরে জল ছাড়া বন্ধ করার বিষয়ে দরবার করা হলেও আজও পর্যন্ত কোনওরকম সুরাহা মেলেনি ।